শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৬:২৪ পূর্বাহ্ন

নতুন খবর দিলেন মিষ্টি জান্নাত..

প্রতিবেদকের নাম
  • প্রকাশের সময়ঃ শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১০০ বার পঠিত হয়েছে
নায়িকা মিষ্টি জান্নাত। ছবি: সংগৃহীত

বর্তমান সময়ের আলোচিত নায়িকা মিষ্টি জান্নাত। অভিনয়ের পাশাপাশি ব্যক্তিজীবনের নানা মুখরোচক গল্প দিয়ে প্রায়ই সংবাদের শিরোনাম হন তিনি। এবার এই নায়িকা জানালেন সাইকো কিলার হিসেবে পর্দায় আসছেন তিনি। ‘সাইকে’ শিরোনামের নতুন একটি ওয়েব ফিল্মে দেখা যাবে তাকে।

ইতোমধ্যে ওয়েব ফিল্মটির শুটিংয়ে অংশ নিয়েছেন মিষ্টি জান্নাত। আর এটি নির্মাণ করছেন নির্মাতা মাহফুজ রহমান রাজ।

নতুন ওয়েব ফিল্মটি নিয়ে মিষ্টি জান্নাত বলেন, ‘আসলে ব্যক্তিগত কাজ নিয়ে এত দিন ক্যামেরার বাইরে ছিলাম। তবে নতুন বছর নতুন করে বেশকিছু কাজ শুরু করেছি, যার মাঝে এই ওয়েব ফিল্মটি অন্যতম। এই ফিল্মটিতে একজন সাইকো কিলার হিসেবে দর্শক আমাকে দেখতে পাবে। নতুন ও ভিন্ন একটি চরিত্রে কাজ করছি, বেশ ভালো লাগছে। আশা করি, দর্শকদেরও ভালো লাগবে।’

২০১৪ সালে ‘লাভ স্টেশন’ সিনেমার মাধ্যমে রুপালি পর্দায় ক্যারিয়ার শুরু করেন মিষ্টি জান্নাত। এরপর থেকে কাজ করে যাচ্ছেন নিয়মিত। অভিনেত্রী পরিচয়ের বাইরে তিনি একজন দন্ত চিকিৎসকও।

এই নিউজটি আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও খবর