১। র্যাব-৪ সন্ত্রাস ও জঙ্গীবাদ নির্মূলের পাশাপাশি মাদকদ্রব্য উদ্ধার ও মাদক ব্যবসায়ীদের গ্রেফতারসহ নেশার মরণ ছোবল থেকে তরুণ সমাজকে রক্ষা করার জন্য র্যাবের জোড়ালো তৎপরতা অব্যাহত আছে। এরই ধারাবাহিকতায় ০৯ আগস্ট ২০২৩ তারিখ ভোরে র্যাব-৪ এর একটি আভিযানিক দল ঢাকা জেলার আশুলিয়া এবং সাভার মডেল এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে ৪,৭০০ পিস ইয়াবা, ৫৬.৭৯০ কেজি গাঁজা, ১২ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, ৪৫ গ্রাম হেরোইন এবং মাদক পরিবহনে ব্যবহৃত মোটর সাইকেল ও ট্রাকসহ নিম্নোক্ত ০৮ জন মাদক কারবারি’কে গ্রেফতার করতে সক্ষম হয় ঃ
*(ক) মোঃ গোলাম মোস্তফা (৩০), জেলা-দিনাজপুর।*
*(খ) মোঃ মিনহাজুর রহমান (৩২), জেলা-জামালপুর।*
*(গ) মোঃ জাহিদ হাসান (৩৫), জেলা-বি-বাড়ীয়া।*
উপরোক্ত ০৩ জন আসামীকে ৪,৭০০ পিস ইয়াবা এবং ১২ পিস ট্যাপেন্টাডল ট্যাবেলটসহ ঢাকা জেলার আশুলিয়া থানাধীন বাইপাইল এলাকা হতে গ্রেফতার করা হয়।
*(ঘ) মোঃ রুবেল (২৬), জেলা-ঢাকা।*
*(ঙ) মোঃ ওবাইদুল ইসলাম @ মাহী (২২), জেলা-ঢাকা।*
*(চ) মোঃ আব্দুল গফুর @ শাওন (৩৮), জেলা-খুলনা।*
উপরোক্ত ০৩ জন আসামীকে ৪৫ গ্রাম হেরোইনসহ ঢাকা জেলার সাভার মডেল থানাধীন শাহীবাগ এলাকা হতে গ্রেফতার করা হয়।
*(ছ) মোঃ আসাদুজ্জামান (২১), জেলা-রাজশাহী।*
*(জ) মোঃ রিপন (২৭), জেলা-রাজশাহী।*
উপরোক্ত ০২ জন আসামীকে ৫৬.৭৯ কেজি গাঁজাসহ ঢাকা জেলার আশুলিয়া থানাধীন শ্রীপুর এলাকা হতে গ্রেফতার করা হয়।
২। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত আসামীরা দীর্ঘদিন যাবৎ দেশের বিভিন্ন স্থান হতে অবৈধ মাদকদ্রব্য সংগ্রহ করে ঢাকা জেলার সাভার, ধামরাই, আশুলিয়াসহ নিকটবর্তী বিভিন্ন এলাকার ডিলার ও খুচরা মাদক বিক্রেতাদের নিকট বিক্রয় করে আসছিলো।
৩। উপরোক্ত বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।