নরসিংদী রেলওয়ে স্টেশনে চাঁদাবাজি, শ্লীলতাহানি ও নির্যাতনের অভিযোগ উঠেছে নরসিংদী শহর যুবদলের আহ্বায়ক মাহমুদুল হাসান চৌধুরী সুমনের বিরুদ্ধে। মোটা অঙ্কের চাঁদা না দেওয়ায় শারীরিকভাবে হয়রানিরও অভিযোগ করেন রেলওয়ে কর্মকর্তা-কর্মচারীরা।
এ ঘটনায় বুধবার (২৬ ফেব্রুয়ারি) নরসিংদী রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার আবু তাহের মোহাম্মদ মুসা নরসিংদী জেলা প্রশাসক বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযুক্ত যুবদল নেতা মাহমুদুল হাসান চৌধুরী সুমন নরসিংদী শহর যুবদলের আহ্বায়ক।
স্টেশন মাস্টার আবু তাহের মোহাম্মদ মুসা বলেন, চাঁদাবাজ সুমন ও লোকজনের অত্যাচারে আমরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছি। আমাদের নিয়মিত কার্যক্রমে বিঘ্ন ঘটছে। তারা শুধু আমাদের নয়, যাত্রীদেরও হয়রানি করছে। সুমন আমাদের একজন সিনিয়র স্টাফকে শারীরিকভাবে নির্যাতন করেছে। আমরা জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ দিয়েছি এবং প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করছি। তিনি রেলওয়ে কর্মকর্তা-কর্মচারীদের যতটা লাঞ্চিত ও হয়রানি করেছে, আওয়ামী লীগের আমলেও আমরা ততটা বঞ্চনার শিকার হয়নি।
নরসিংদী জেলা যুবদলের সভাপতি মহসিন হোসেন বিদ্যুৎ বলেন, অভিযোগ পেয়েছি। যদি ঘটনা সত্য হয়ে থাকে, সাক্ষী প্রমাণের ভিত্তিতে তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। এ ছাড়া আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ‘যদি কেউ দলের নাম ভাঙিয়ে চাঁদাবাজি, মানুষের সঙ্গে অসৎ আচরণ করে অথবা অসামাজিক কার্যকলাপে লিপ্ত হয় তাদের বিরুদ্ধে জিরো টলারেন্স।’
এ ব্যাপারে নরসিংদী জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরী বলেন, আমি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্তসাপেক্ষে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।