রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ১০:২৫ পূর্বাহ্ন

বান্দরবানে অপহরণ চক্রের চার সক্রিয় সদস্য গ্রেপ্তার..

প্রতিবেদকের নাম
  • প্রকাশের সময়ঃ শনিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২৩ বার পঠিত হয়েছে
বান্দরবানের লামায় চাঞ্চল্যকর অপহরণের ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ছবি : Max tv bd

বান্দরবানের লামায় চাঞ্চল্যকর অপহরণের ঘটনার অপহরণকারী টিমের চার সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (২১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বান্দরবান জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম ও অপারেশন) আবদুল করিম বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেপ্তার হওয়ারা হলেন থানচি উপজেলার রেমাক্রি এলাকার পিতরাম ত্রিপুরার ছেলে শিমন ত্রিপুরা নয়ন, রোয়াংছড়ি উপজেলার সাজু ত্রিপুরার দুই ছেলে জ্যাকসন ত্রিপুরা ও প্রশান্ত ত্রিপুরা,লামার গজালিয়া ইউনিয়নের খবি চন্দ্র ত্রিপুরার ছেলে জয়ন্ত ত্রিপুত্রা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার সরই ইউনিয়নে ১৪ জানুয়ারি ও ১ ফেব্রুয়ারি দুই দফায় ১৪ জন এবং ১৬ ফেব্রুয়ারি ফাঁসিয়াখালি ইউপি এলাকার ২৫ রাবার বাগানের শ্রমিককে অপহরণ করা হয়। পেরে তাদের পরিবারের কাছ থেকে মোটা অঙ্কের মুক্তিপণের বিনিময়ে অপহৃতদের মুক্তি দেয়। এরপর থেকে অপহরণকারীদের গ্রেপ্তার ও অভিযানে নামে পুলিশ। এরই ধারাবাহিকতায় লামা ও বান্দরবান সদরের বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে।

বান্দরবানের অতিরিক্ত পুলিশ সুপার আবদুল করিম জানান, অভিযানে ৪ অপহরণকারীকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের সহযোগী অন্য সদস্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

এই নিউজটি আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও খবর