গাইবান্ধার গোবিন্দগঞ্জে সাড়ে ৯ কেজি গাঁজাসহ এক পুলিশ সদস্যকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। বুধবার (১৯ ফেব্রুয়ারি) আড়াইটার দিকে গোবিন্দগঞ্জ থানার ওসি বুলবুল ইসলাম আদালতে আসামিকে পাঠান এবং পরে বিকেলে তাকে জেলা কারাগারে পাঠানো হয়।
এর আগে, মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে গোবিন্দগঞ্জ পৌর শহরের চারমাথা মোড় থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
থানা পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল মঙ্গলবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের উপপরিদর্শক (এসআই) মানিক রানা সঙ্গীয় ফোর্সসহ গোবিন্দগঞ্জ চারমাথা মোড়ে ডাচ-বাংলা ব্যাংকের সামনে ঢাকা-রংপুর মহাসড়কে অভিযান চালিয়ে পলাশবাড়ী থেকে বগুড়াগামী একটি টিভিএস অ্যাপাচি ১৬০ সিসি মোটরসাইকেল (ঢাকা মেট্রো ল-৪৯-৪৯১৮) তল্লাশিকালে আনিসুর রহমানের কাছ থেকে ৯ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ তাকে আটক করা হয়। সেই সাথে গাঁজা পরিবহনে ব্যবহৃত মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে।
গোবিন্দগঞ্জ থানার ওসি বুলবুল ইসলাম বলেন, গ্রেপ্তারকৃত পুলিশ সদস্যের বিরুদ্ধে গতকাল (মঙ্গলবার) রাতে একটি মামলা দায়ের করা হয়েছে। যার মামলা নং- জিআর ২৩/২৫।
গাইবান্ধার পুলিশ সুপার (এসপি) নিশাত অ্যাঞ্জেলা Max tv bdকে জানান, গাঁজাসহ আটক পুলিশ সদস্যকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত ওই পুলিশ সদস্যের বিরুদ্ধে বিভাগীয় মামলার প্রস্তুতি চলছে বলে জানান এই পুলিশ সুপার।