জীবিত জিম্মিদের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামীদের সংগঠন হামাস। গোষ্ঠীটি জানিয়েছে, এক শর্তে সব জীবিত জিম্মিদের মুক্তি দেওয়া হবে।
বুধবার (১৯ ফেব্রুয়ারি) জেরুজালেম পোস্টের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।
কাসেম জানান, মধ্যস্থতাকারীদের অনুরোধে হামাস জিম্মিদের মুক্তির সংখ্যা দ্বিগুণ করেছে। তিনি দাবি করেন, হামাস যুদ্ধবিরতি মেনে চলার প্রতিশ্রুতি রক্ষায় আন্তরিক।
ইসরায়েলের অবস্থান ইসরায়েল এখনো দ্বিতীয় ধাপের প্রস্তাবে সম্মত হয়নি। সোমবার ইসরায়েলের নিরাপত্তা মন্ত্রিসভার বৈঠক শেষ হয়েছে কোনো সিদ্ধান্ত ছাড়াই। কায়রোতে আলোচনায় অংশ নেওয়া ইসরায়েলি প্রতিনিধিদলকে এই ইস্যুতে আলোচনার কোনো ক্ষমতাও দেওয়া হয়নি।
প্রতিবেদনে বলা হয়েছে, প্রস্তাব নিয়ে আলোচনা চলছে। তবে এ বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।