ফাগুনের শুরুতেই দেখা মিলেছে বৃষ্টির। গতকালও দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি হয়। আজও সন্ধ্যার মধ্যে দেশের ২ বিভাগে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির পূর্বাভাস রয়েছে।
বুধবার (১৯ ফেব্রুয়ারি) দেশের নদীবন্দরগুলোর জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
এদিকে আগামী ৩ দিন ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বুধবার সকাল ৯টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
এ ছাড়া আগামী শনিবার (২২ ফেব্রুয়ারি) সকাল ৯টা পর্যন্ত রংপুর ও খুলনা বিভাগের দু’এক জায়গায় বৃষ্টি হতে পারে। তবে এই ৩ দিনে শেষরাত থেকে ভোর পর্যন্ত থাকতে পারে হালকা অথবা মাঝারি কুয়াশার দাপট।
অন্যদিকে আগামীকাল বৃহস্পতিবার সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা কিছুটা বাড়তে পারে। আর শুক্রবার রাতের তাপমাত্রা বাড়লেও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। এ ছাড়া আগামী শনিবার সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।