খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) প্রশাসনিক ভবনসহ সব ভবনে তালা দিয়েছেন শিক্ষার্থীরা।
বুধবার (১৯ ফেব্রুয়ারি) দুপুর একটা পর্যন্ত উপাচার্যের পদত্যাগসহ পাঁচ দফা দাবি পূরণের জন্য বেঁধে দেওয়া সময় পার হওয়ার পর তারা তালা লাগিয়ে দেন।
এদিকে পাঁচ দফা দাবিতে আজ সকাল ৯টা থেকে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রের সামনে অবস্থান নেন। এই চিকিৎসাকেন্দ্রের দোতলায় চিকিৎসাধীন আছেন ভিসি মুহাম্মদ মাছুদ। গতকাল মঙ্গলবার রাতে কিছুটা অসুস্থ হয়ে পড়ায় তিনি সেখানে আছেন।
এদিকে আগামী ২৪ ফেব্রুয়ারির কুয়েটের ৯৮তম সিন্ডিকেটের জরুরী সভা এগিয়ে নিয়ে এসে বেলা সাড়ে ১১টায় অনুষ্ঠিত হয়। এতে অবরুদ্ধ থাকা ভিসি অধ্যাপক ড. মুহাম্মদ মাছুদ অনলাইনে সভায় যোগদান করেন। সিন্ডিকেটে কুয়েটের পরিস্থিতি নিয়ন্ত্রণে ৫টি গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়। সভায় একাডেমিক কার্যক্রম ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত স্থগিত করা হয়। ছাত্ররাজনীতি নিষিদ্ধ আবেদশ বহাল রাখা এবং হামলার ঘটনায় জড়িত শিক্ষার্থীদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করা, বহিরাগতদের বিরুদ্ধে মামলা দায়ের করা, আহত সবাইকে কুয়েটের ব্যবস্থাপনায় সুচিকিৎসা নিশ্চিত করা এবং বিভাগীয় কমিশনারের তত্বাবধায়নে শিক্ষার্থীদের পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা করতে হবে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কুয়েটের আহ্বায়ক মো. ওমর ফারুক Max tv bdকে বলেন, সাধারণ শিক্ষার্থীরা নিজেদের নিরাপত্তা ও কুয়েটকে রাজনীতি মুক্ত করতে ৫ দফা দাবি দিয়েছে। সেটার জন্য নির্ধারিত সময় পার হওয়ায় সাধারণ শিক্ষার্থীরা একাডেমিক ভবনে তালা লাগিয়েছে। দাবি না মানা পর্যন্ত আন্দোলন চলমান থাকবে এবং সব পরীক্ষা ও ক্লাস বন্ধ থাকবে।