রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০৭:২৯ অপরাহ্ন

বিপ্লবী সরকারের ডাক দেওয়া থেকে সরে দাঁড়ালেন কাফি..

প্রতিবেদকের নাম
  • প্রকাশের সময়ঃ বুধবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৯ বার পঠিত হয়েছে
নিজ পোড়ার বাড়ির সামনে নুরুজ্জামান কাফি। ছবি : Max tv bd

জুলাই বিপ্লব ও বিভিন্ন ইস্যু নিয়ে সোশ্যাল মিডিয়ায় কথা বলা কলাপাড়ার জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর নুরুজ্জামান কাফি বিপ্লবী সরকারের ডাক দেওয়ার সিদ্ধান্ত থেকে সরে এসেছেন।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) নুরুজ্জামান কাফি নিজেই বিষয়টি Max tv bdকে জানান।

তিনি বলেন, আমার দেওয়া ৭ দিনের আলটিমেটাম শেষ হলেও কোনো সুরাহা হয়নি এবং এটা দ্রুত নিষ্পত্তির জন্যই সিআইডিতে মামলা ট্রান্সফার করা হয়েছে। ইতোমধ্যে ইনভেস্টিগেশন শুরু করছে সিআইডি। তাই আমি এ সিদ্ধান্তের বিষয়ে আরও সময় নিয়েছি।

এ ছাড়াও তিনি বলেন, আর মাত্র দুদিন পর ২১ ফেব্রুয়ারি। এই দিনটি অনেক গুরুত্বপূর্ণ সবার কাছে, তাই আমি আপাতত সময় নেব। তবে আমি রোববার পটুয়াখালী ডিসি অফিসের সামনে আবারও সংবাদ সম্মেলন করে সবাইকে আপডেট জানাব।

এ বিষয়ে কলাপাড়া থানার ওসি মো. জুয়েল ইসলাম Max tv bdকে বলেন, কাফির বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় অজ্ঞাত আসামি করে মামলা দায়ের করা হয়েছিল। আমরা আমলে নিয়ে তদন্ত শুরু করেছিলাম। পরে তা অধিকতর ইনভেস্টিগেশন করার জন্য সিআইডিতে ট্রান্সফার করা হয়েছে। আপাতত এটুকু তথ্য আমার কাছে আছে।

উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারি রাত সোয়া ২টার দিকে দুর্বৃত্তদের দেওয়া আগুনে পুড়ে ছাই হয়ে যায় জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর নুরুজ্জামান কাফির গ্রামের বাড়ি। পরে সংবাদ সম্মেলন করে এ ঘটনার জন্য দায়ীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়ে তিনি সরকারকে সাত দিনের আলটিমেটাম দিয়েছিলেন। সেই সময়সীমার মধ্যে ঘর পুনঃনির্মাণ এবং অভিযুক্তদের গ্রেপ্তার না করা হলে বিপ্লবী সরকারের ডাক দেওয়ার ঘোষণা দেন তিনি।

এই নিউজটি আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও খবর