জুলাই বিপ্লব ও বিভিন্ন ইস্যু নিয়ে সোশ্যাল মিডিয়ায় কথা বলা কলাপাড়ার জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর নুরুজ্জামান কাফি বিপ্লবী সরকারের ডাক দেওয়ার সিদ্ধান্ত থেকে সরে এসেছেন।
বুধবার (১৯ ফেব্রুয়ারি) নুরুজ্জামান কাফি নিজেই বিষয়টি Max tv bdকে জানান।
এ ছাড়াও তিনি বলেন, আর মাত্র দুদিন পর ২১ ফেব্রুয়ারি। এই দিনটি অনেক গুরুত্বপূর্ণ সবার কাছে, তাই আমি আপাতত সময় নেব। তবে আমি রোববার পটুয়াখালী ডিসি অফিসের সামনে আবারও সংবাদ সম্মেলন করে সবাইকে আপডেট জানাব।
উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারি রাত সোয়া ২টার দিকে দুর্বৃত্তদের দেওয়া আগুনে পুড়ে ছাই হয়ে যায় জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর নুরুজ্জামান কাফির গ্রামের বাড়ি। পরে সংবাদ সম্মেলন করে এ ঘটনার জন্য দায়ীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়ে তিনি সরকারকে সাত দিনের আলটিমেটাম দিয়েছিলেন। সেই সময়সীমার মধ্যে ঘর পুনঃনির্মাণ এবং অভিযুক্তদের গ্রেপ্তার না করা হলে বিপ্লবী সরকারের ডাক দেওয়ার ঘোষণা দেন তিনি।