রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০৭:৪৪ অপরাহ্ন

গাইবান্ধায় মজলিসের আটার ডাল খেয়ে অসুস্থ প্রায় ২০০..

প্রতিবেদকের নাম
  • প্রকাশের সময়ঃ বুধবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২১ বার পঠিত হয়েছে
গাইবান্ধায় মজলিসের আটার ডাল খেয়ে প্রায় ২০০ মানুষ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি। ছবি : Max tv bd

গাইবান্ধায় মজলিসের আটার ডাল খেয়ে প্রায় ২০০ মানুষ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। সদর উপজেলার বাদিয়াখালী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের উত্তর রিফায়েতপুর চরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) গাইবান্ধা সদর হাসপাতালের ডায়রিয়া ওয়ার্ডে খাবারে বিষক্রিয়ায় আক্রান্ত হয়ে চিকিৎসা নেন ৫২ জন। এ প্রতিবেদন লেখা পর্যন্ত হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছেন ৩৫ রোগী। তাদের মধ্যে একই পরিবারের ৯ জন আছেন। অন্যদিকে উদাখালি স্বাস্থ্য কমপ্লেক্সে এ প্রতিবেদন লেখা পর্যন্ত ৭১ জন ভর্তি হয়েছেন বলে জানা গেছে। তবে অবস্থার অবনতি হওয়ায় দুজনকে রংপুরে স্থানান্তর করা হয়েছে।

রোগীর স্বজনরা জানিয়েছেন, রোববার (১৬ ফেব্রুয়ারি) রিফাইতপুর চরপাড়া গ্রামে মোজাফরের বাড়ির উঠানে বেলাল মিয়া নামের এক ব্যক্তি তার মায়ের কুলখানির জন্য একটি মজলিসের আয়োজন করেন। মজলিসে আটার ডাল দিয়ে খাবার করা হয়। আয়োজন করা হয়েছিল প্রায় ৬০০ জনের জন্য। বেলাল মিয়া এদিন সকাল ৮টার দিকে আটার ডাল আমন্ত্রিতদের খেতে দেন। দুপুর গড়িয়ে বিকেল হতেই এই খাবার গ্রহণকারীদের বেশিরভাগের পেটব্যথা ও ডায়রিয়া শুরু হয়। এরপর দুদিন ধরে এই রোগীরা চিকিৎসা নিচ্ছেন বাড়ি, সদর হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে।

অসুস্থদের মধ্যে সোমবার (১৭ ফেব্রুয়ারি) ৫১ জনকে ছাড়পত্র দিয়েছে সদর হাসপাতাল। বাকিরা এখনো হাসপাতালে। হাসপাতালে ভর্তি হওয়াদের মধ্যে বেশরিভাগই নারী-শিশু বলে জানিয়েছেন চিকিৎসকরা।

স্থানীয় শরিফুল ইসলাম Max tv bdকে বলেন, মজলিসে ডাল খাওয়ার কারণে আমার দুই প্রতিবেশী অসুস্থ হয়েছেন। তাদের মঙ্গলবার আমি হাসপাতালে ভর্তি করিয়েছি। আমি খাইনি, তাই সুস্থ আছি।

ফুলছড়ি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. রফিকুজ্জামান বলেন, মজলিসের খাবার খেয়ে তারা অসুস্থ হয়েছেন। খাবারে বিষক্রিয়া হওয়ায় তারা অসুস্থ হয়ে থাকতে পারেন। তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে। চিকিৎসাধীনরা শঙ্কামুক্ত। রোগী বেশি তাই স্যালাইন সংকট আছে। অবস্থার অবনতি হওয়ায় দুজনকে রংপুরে স্থানান্তর করা হয়েছে।

এই নিউজটি আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও খবর