শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৭:৪৬ অপরাহ্ন

গভীর রাতে চলছিল ‘কাপল ড্যান্স’ পার্টি, হঠাৎ পুলিশের হানা..

প্রতিবেদকের নাম
  • প্রকাশের সময়ঃ বুধবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১০৮ বার পঠিত হয়েছে
অভিযানে আটককৃত নারী-পুরুষ। ছবি : Max tv bd

চট্টগ্রামের পাঁচলাইশের দুই নম্বর গেট এলাকায় কাপল ড্যান্স পার্টিতে অভিযান পরিচালনা করে নারী-পুরুষসহ ২৫ জনকে আটক করেছে পুলিশ। এ সময় আটককৃত একজনের কাছ থেকে ৭০ ক্যান অবৈধ মাদকদ্রব্য (বিয়ার) উদ্ধার করা হয়।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) দিবাগত গভীর রাতে অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।

চট্টগ্রামের পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, পাঁচলাইশ মডেল থানার ২ নম্বর গেট এলাকায় অবৈধ অশ্লীল কাপল ড্যান্স পার্টিতে অভিযান পরিচালনা করা হয়েছে। পুলিশ কমিশনারের নির্দেশে বিশেষ এ অভিযান পরিচালনা করা হয়।

তিনি আরও বলেন, অভিযানে নারী-পুরুষসহ সর্বমোট ২৫ জন আটক করা হয়েছে। এর মধ্যে একজনের কাছ থেকে ৭০ ক্যান অবৈধ মাদকদ্রব্য (বিয়ার) উদ্ধার হওয়ায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হবে। এ ছাড়াও অন্যদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এই নিউজটি আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও খবর