জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম সিনেমা এবং বিজ্ঞাপনে সমানতালে নিজেকে উপস্থাপনেরই চেষ্টা করেন। নিয়মিত সিনেমা ও বিজ্ঞাপন নিয়ে ব্যস্ত থাকলেও গেল বছর বিজ্ঞাপনের কাজেই তিনি বেশি ব্যস্ত ছিলেন। চলতি বছরের শুরুতেও বিজ্ঞাপনের মাধ্যমেই নিজেকে উপস্থাপন করেছেন মিম।
এর মধ্যে ‘এই বসন্ত হাওয়ায়’, ‘উড়ে উড়ে দূরে’, ‘তুমি আমি ভাসি ফুলের সমুদ্দুরে’ এমন জিঙ্গেলের বিজ্ঞাপনে মিমের সৌন্দর্যে মুগ্ধ হচ্ছেন দর্শক।
গেল বছর নভেম্বর মাস থেকে সেইলরের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে কাজ করছেন মিম। এ ছাড়া তিনি ওয়ালটন, বিকাশ লিমিটেড, বাটা, ওরিক্স ফেব্রিকস কেয়ার, বার্জার পেইন্টস, হারল্যান বাংলাদেশ, ইউনিসেফসহ আরও কয়েকটি প্রতিষ্ঠানের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে নিয়মিত কাজ করছেন।