শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ০৪:০৯ অপরাহ্ন

‘যানবাহন নিয়ন্ত্রণে ধৈর্যের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে’

প্রতিবেদকের নাম
  • প্রকাশের সময়ঃ রবিবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৩৭ বার পঠিত হয়েছে
ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. সরওয়ার। ছবি : সংগৃহীত

যানবাহন নিয়ন্ত্রণে পেশাদারিত্ব ও ধৈর্যের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে বলে মন্তব্য করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. সরওয়ার।

রোববার (০৯ ফেব্রুয়ারি) রাজারবাগস্থ ঢাকা মেট্রোপলিটন পুলিশ লাইন্স মাঠে ডিএমপির ট্রাফিক রমনা, মতিঝিল, লালবাগ ও ওয়ারী বিভাগের পুলিশ সদস্যদের নিয়ে অনুষ্ঠিত মাস্টার প্যারেডে এ কথা বলেন তিনি।

ট্রাফিক পুলিশ সদস্যদের উদ্দেশে মো. সরওয়ার বলেন, রাজধানীর ট্রাফিক জ্যাম দেশের অর্থনীতিকে প্রভাবিত করে। তাই সুষ্ঠুভাবে ট্রাফিক নিয়ন্ত্রণ করে জ্যাম যত নিয়ন্ত্রণে রাখা যাবে, ঢাকা শহর তত ভালো থাকবে। নগরীর সড়কে শৃঙ্খলা রক্ষা ও যানবাহন নিয়ন্ত্রণে পেশাদারিত্ব ও ধৈর্যের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।

তিনি বলেন, ট্রাফিকের দায়িত্ব পালনে পুলিশ সদস্যদের অনেক চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয়। সেসব চ্যালেঞ্জ মোকাবিলা করে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।

মো. সরওয়ার বলেন, ডিএমপির ট্রাফিক পুলিশ সদস্যদের কল্যাণে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। এ ছাড়াও ট্রাফিক বিভাগে কর্মরত পুলিশ সদস্যদের স্বাস্থ্যগত দিক ও ব্যারাকের পরিষ্কার-পরিচ্ছন্নতার বিষয়ে দায়িত্বশীলদের প্রয়োজনীয় দিকনিদের্শনা দেন তিনি।

এদিন ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগের সদস্যদের নিয়ে অনুষ্ঠিত আজকের মাস্টার প্যারেডে সালাম গ্রহণ করেন অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. সরওয়ার। মাস্টার প্যারেডে অধিনায়কের দায়িত্ব পালন করেন ট্রাফিক ডেমরা জোনের সহকারী পুলিশ কমিশনার মো. মোস্তাইন বিল্লাহ ফেরদৌস এবং সহকারী অধিনায়ক হিসেবে ছিলেন ট্রাফিক-ওয়ারী বিভাগের শহর ও যানবাহন পুলিশ পরিদর্শক মিজানুর রহমান।

এ সময় ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার (ট্রাফিক দক্ষিণ) মোহাম্মদ কামরুজ্জামান ও ট্রাফিক বিভাগের বিভিন্ন পদমর্যাদার ঊর্ধ্বতন কর্মকর্তাসহ অন্যান্য পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

এই নিউজটি আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও খবর