রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ১২:৩০ অপরাহ্ন

সুনামগঞ্জে বাসচাপায় প্রাণ গেল দুজনের..

প্রতিবেদকের নাম
  • প্রকাশের সময়ঃ শনিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২২ বার পঠিত হয়েছে
দুর্ঘটনাকবলিত সিএনজি অটোরিকশা। ছবি : Max tv bd

সুনামগঞ্জের শান্তিগঞ্জ বাসের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও ৩ জন।

শনিবার (৮ ফেব্রুয়ারি) সকালে শান্তিগঞ্জ উপজেলার জয়কলস ইউনিয়নের আহসানমারা সেতুর পাশে এ দুর্ঘটনা ঘটে। শান্তিগঞ্জ থানার ওসি আকরাম আলী দুর্ঘটনার বিষয়টি Max tv bdকে নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন, সুনামগঞ্জ সদর উপজেলার রতনপুর গ্রামের গোলাপ হোসেনের ছেলে জমির হোসেন (৩০), একই গ্রামের ফুরিজ আলীর ছেলে আলী নূর (২৬)।

আহতরা হলেন, সুনামগঞ্জ সদর উপজেলার রতনপুর গ্রামের কাদিরের ছেলে আমির আলী (২৭), একই গ্রামের ওয়ারিশের আলীর ছেলে আলী আকবর (৩২), একই গ্রামের সমর পালের ছেলে অনিক পাল (২৪)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে শান্তিগঞ্জ উপজেলার জয়কলস ইউনিয়নের আহসানমারা সেতুর পাশে সুনামগঞ্জ থেকে সিলেটগামী বাস সুনামগঞ্জগামী যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশাকে ধাক্কা দিলে অটোরিকশাটি দুমড়েমুচড়ে খাদে পড়ে যায়। এ সময় সিএনজির ভেতরে থাকা আহত যাত্রীদের শান্তিগঞ্জ উপজেলার ফায়ার সার্ভিসের সহায়তায় উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠালে দায়িত্বরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন। এ ছাড়াও তিনজন যাত্রীকে আশঙ্কাজনক অবস্থায় সুনামগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়।

শান্তিগঞ্জ থানার ওসি আকরাম আলী বলেন, বাসের ধাক্কায় সিএনজি অটোরিকশার ২ যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন তিনজন। মরদেহগুলো উদ্ধার করা হয়েছে।

এই নিউজটি আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও খবর