শনিবার, ০৫ অক্টোবর ২০২৪, ০১:১৯ পূর্বাহ্ন

ঠাকুরগাঁওয়ে শেখ কামালের ৭৪ তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা ও পুরস্কার বিতরণ

প্রতিবেদকের নাম
  • প্রকাশের সময়ঃ সোমবার, ৭ আগস্ট, ২০২৩
  • ৭১ বার পঠিত হয়েছে

মোঃ মজিবর রহমান শেখ,
ঠাকুরগাঁও জেলায় স্বাধীনতার মহান স্থপতি, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর জ্যেষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামাল এঁর ৭৪তম জন্মবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষে ঠাকুরগাঁও জেলা প্রশাসনের আয়োজনে ৬ আগষ্ট রবিবার সকালে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। কর্মসূচি গুলোর মধ্যে বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামাল এঁর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ,বৃক্ষরোপন কর্মসূচি পালন, শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ, জেলা শিশু একাডেমি ও জেলা শিল্পকলার আয়োজনে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এছাড়াও ঠাকুরগাঁও জেলার সকল মসজিদে বাদ জোহর মিলাদ মাহফিল ও বিশেষ দোয়া, মন্দির ও গীর্জায় উপাসনা করা হয়। এর আগে ঠাকুরগাঁও জেলা পুলিশের পক্ষ থেকে বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামাল এঁর প্রতিকৃতিতে গভীর শ্রদ্ধায় পুষ্পাঞ্জলি অর্পন করেন পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠক। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোছাঃ লিজা বেগম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্ ) মোঃ আসাদুজ্জামান সহ অন্যান্য পুলিশ সদস্যরা। সভায় অতিরিক্ত জেলা প্রশাসক ( রাজস্ব) মোঃ সোলায়মান আলী’র সভাপতিত্বে ঠাকুরগাঁও জেলা পরিষদ অডিটোরিয়াম বিডি হলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, ঠাকুরগাঁও জেলা প্রশাসক মোঃ মাহবুবুর রহমান, বিশেষ অতিথি ঠাকুরগাঁও জেলা পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠক, ঠাকুরগাঁও জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মোঃ মাহাবুবুর রহমান খোকন প্রমুখ।
দিবসটি উপলক্ষে ঠাকুরগাঁও জেলা শিশু একাডেমির শিশু বিষয়ক কর্মকর্তা মোঃ জবেদ আলীর নেতৃত্বে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ। এছাড়া ৬ আগষ্ট রবিবার বিকেল ৫ টায় ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ মামুন ভূঁইয়া’র নেতৃত্বে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। এবং বিজয়ী দলকে পুরুস্কৃত করেন ঠাকুরগাঁও জেলা প্রশাসক মোঃ মাহবুবুর রহমান।

মোঃ মজিবর রহমান শেখ
ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি
০১৭১৭৫৯০৪৪৪

এই নিউজটি আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও খবর