শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ০৯:৪২ অপরাহ্ন

এবার লন্ডনে দেখা গেল খালেদ মাহমুদকে..

প্রতিবেদকের নাম
  • প্রকাশের সময়ঃ মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৪৪ বার পঠিত হয়েছে
লন্ডনে যুক্তরাজ্য আওয়ামী লীগ আয়োজিত কর্মী সমাবেশে উপস্থিত খালেদ মাহমুদ চৌধুরী। ছবি : Max tv bd

সাবেক নৌপরিবহন প্রতিমন্ত্রী ও আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালেদ মাহমুদ চৌধুরীকে লন্ডনে অনুষ্ঠিত কর্মী সমাবেশে প্রকাশ্যে দেখা গেছে। পাশাপাশি নানা দাবিতে লন্ডনে দলীয় নেতাকর্মীদের নিয়ে লিফলেট বা প্রচারপত্র বিলি করেন তিনি।

রোববার (২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় লন্ডনে যুক্তরাজ্য আওয়ামী লীগ আয়োজিত কর্মী সমাবেশে যোগ দেন খালেদ মাহমুদ। এ ছাড়া গত দুদিন ধরে লন্ডনের বাংলাদেশি অধ্যুষিত এলাকা ব্রিকলেন ও হোয়াইটচ্যাপেল এলাকায় তাকে লিফলেট বিতরণ করতে দেখা গেছে।

গত ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে পতন হয় তৎকালীন আওয়ামী লীগ সরকারের। এর পরে অনেকেই আত্মগোপনে চলে যান। আওয়ামী লীগের অনেক নেতা, মন্ত্রী-সংসদ সদস্য দেশ ছেড়ে পালিয়ে যায়। আবার অনেকেই গ্রেপ্তার হয়েছেন। ইতোমধ্যে তাদের মধ্যে বেশ কয়েকজনকে লন্ডনে দেখা গেছে।

যুক্তরাজ্য আওয়ামী লীগ সূত্রে জানা গেছে, লন্ডনের স্থানীয় সময় রোববার সন্ধ্যায় ইস্ট লন্ডনের একটি হলে যুক্তরাজ্য আওয়ামী লীগ এক কর্মিসভার আয়োজন করে। সেই অনুষ্ঠানে উপস্থিত হয়ে বক্তব্য দেন খালিদ মাহমুদ চৌধুরী।

যুক্তরাজ্য যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জামাল খান বলেন, আমাদের আমন্ত্রণে কর্মী সমাবেশে সাবেক প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ উপস্থিত ছিলেন। যুক্তরাজ্য আওয়ামী লীগের বিভিন্ন কর্মসূচিতেও তিনি উপস্থিত থাকবেন।

খালিদ মাহমুদ চৌধুরী দিনাজপুর-২ (বিরল ও বোচাগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য। এ আসনে টানা চারবার সংসদ সদস্য ছিলেন তিনি।

এর আগে লন্ডনে সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আবদুর রহমান, সাবেক প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী, সাবেক সংসদ সদস্য হাবিবুর রহমান ও সাবেক সচিব কবির বিন আনোয়ারকে শেখ হাসিনার ভার্চুয়াল সমাবেশে দেখা গিয়েছিল।

এই নিউজটি আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও খবর