অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। দেশের নাট্যাঙ্গনের তার জনপ্রিয়তা আকাশচুম্বী। কাজ করেছেন অসংখ্য গুণী নির্মাতার সঙ্গে। এবার আরও একবার নাট্যনির্মাতা জাকারিয়া সৌখিনের পরিচালনায় দেখা যাবে তাকে। আসছে ভালোবাসা দিবসে হাজির হচ্ছেন নতুন নাটক নিয়ে। নাটকের নাম ‘মন দুয়ারী’। এ নাটকে প্রথমবার অপূর্বর বিপরীতে অভিনয় করলেন হালের ক্রেজ নাজনীন নাহার নীহা।
নিজের নতুন নাটক নিয়ে সৌখিন জানান, আগামী ভালোবাসা দিবসে নাটকটি দেশের একটি ইউটিউব চ্যানেলে প্রকাশ পাবে। নাটকটির গল্প প্রসঙ্গে তিনি বলেন, ‘পারিবারিক সম্পর্ক এবং প্রেমের গল্পের ওপর নির্মিত হয়েছে নাটকটি। গল্পে দেখা যাবে, অপূর্ব নিউইয়র্ক থেকে দেশে এসেছেন তার দাদিকে নিয়ে যেতে। কিন্তু পরিবারের লোকজন বাধা হয়ে দাঁড়ায়। এরপর নীহার সঙ্গে অপূর্বর পরিচয় হয়। দুজন ধীরে ধীরে প্রেমের সম্পর্কে জড়ায়। এভাবেই এগিয়ে যাবে নাটকের গল্প।’
নাটকের শুটিং হয়েছে ঢাকার নবাবগঞ্জ এবং রাজশাহীতে। নাটকে আরও অভিনয় করেছেন দিলারা জামান, আমিনুর রহমান বাচ্চু, শফিউল আলম বাবু, মিলি মুন্সী, শারমীন সুলতানা শর্মী, রাইসা প্রমুখ। নাটকে গান থাকছে দুটি।