গাজীপুরের টঙ্গীর তুরাগ তীরে চলছে বিশ্ব ইজতেমার প্রথম পর্বের আনুষ্ঠানিকতা। ইজতেমায় অংশ নিতে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে আসছেন বিদেশি মুসল্লিরা। ইজতেমার মূল ময়দানের পশ্চিম-উত্তর প্রান্তে তাদের জন্য নির্ধারিত বিদেশি কামরায় উঠেছেন তারা। ইজতেমার আয়োজকরা জানিয়েছেন, বিদেশি মুসল্লিদের সুবিধার্থে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
জানা গেছে, মূল ময়দানের পশ্চিম দিকে বয়ান মঞ্চের কাছে বিদেশিদের অবস্থানের জন্য কামরা করা হয়েছে। এসব কামরায় গ্যাস সংযোগ ও বিদ্যুৎ সরবরাহ ছাড়াও টেলিফোন সংযোগ রয়েছে। এসব কামরা ঘিরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের রয়েছে বাড়তি নজরদারি। এ ছাড়া ইজতেমার স্বেচ্ছাসেবকরা মূল গেটে পাহারায় রয়েছেন। সবাইকে জিজ্ঞাসাবাদ করে শুধু পাসধারী মুসল্লিরা এই এলাকায় প্রবেশের সুযোগ পাচ্ছেন।
খাবার-দাবারের জন্য আরবি, উর্দু ও ইংলিশ এই তিনটি টেন্ডে তাদের ভাগ করা হয়েছে এবং তাদের দেশীয় জনপ্রিয় খাবার-দাবার পরিবেশন করা হচ্ছে। বিদেশি মুসল্লিরা বলছেন, ভাতৃপ্রতিম এ দেশের ধর্মীয় সংস্কৃতি ও আথিতিয়তায় মুগ্ধ তারা।
গাজীপুর মহানগর পুলিশ কমিশনার ড. নাজমুল করিম খান বলেন, ইজতেমা নিয়ে কোনো থ্রেট নেই। আমাদের মনে হচ্ছে না এখানে নিরাপত্তা ঝুঁকি আছে। আমরা এখনো শান্তিপূর্ণ আছি। আমরা বিদেশি মেহমানদের দেখভাল করছি, তাদের নিরাপত্তা দিচ্ছি। ইজতেমার ভলান্টিয়ার যারা আছেন তারাও বাড়তি নিরাপত্তা দিচ্ছেন।
গাজীপুর সিটি করপোরেশনের প্রশাসক শরফ উদ্দিন আহমেদ চৌধুরী বলেন, ইজতেমা নির্বিঘ্ন করতে সিটি করপোরেশন ও জেলা প্রশাসন সব ধরনের ব্যবস্থা নিয়েছে। সিটি করপোরেশনের উদ্যোগে পুরো ময়দানকে আলোকিত করা হয়েছে। বিদেশি মেহমানদের তাঁবুর জন্য দেড় হাজার ঢেউটিনের ব্যবস্থা করা হয়েছে।