শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ০৪:১০ অপরাহ্ন

ছিন্নমূল মানুষকে বিএনপির যুগ্ম মহাসচিবের শীতবস্ত্র বিতরণ..

প্রতিবেদকের নাম
  • প্রকাশের সময়ঃ শুক্রবার, ৩১ জানুয়ারী, ২০২৫
  • ৫৭ বার পঠিত হয়েছে
ছিন্নমূল মানুষকে শীতবস্ত্র বিতরণ করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব। ছবি : Max tv bd

ঢাকার কাজীপাড়ার শ্রমজীবী ও ছিন্নমূল মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স।

বৃহস্পতিবার (৩১ জানুয়ারি) রাতে কাজীপাড়ায় অবস্থানরত হালুয়াঘাট ও ধোবাউড়ার ছিন্নমূল শীতার্তদের মাঝে এ শীতবস্ত্র বিতরণ করেন।

এ সময় এমরান সালেহ প্রিন্স আর্তমানবতার সেবায় সক্ষম সবাইকে সুবিধাবঞ্চিত অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান। বিএনপি সুখে-দুঃখে সব সময় জনগণের পাশে থাকে উল্লেখ করে তিনি বলেন, এ বছর শীতের সময় সরকারের শীতবস্ত্র বিতরণ ছিল নেহাতই অপ্রতুল। জনগণের নির্বাচিত রাজনৈতিক সরকার না থাকলে এবং অন্তর্বর্তী সরকারের মতো সরকার বেশিদিন ক্ষমতায় থাকলে জনগণের সমস্যা নিরসন হয় না।

বিএনপি এই নেতা সরকারের নিরপেক্ষতা বজায় রেখে দ্রুত নির্বাচনের প্রয়োজনীয়তা উল্লেখ করে বলেন, সরকারের কারোরই এমন কোনো কথা বলা বা কাজ করা উচিত না, যাতে তাদের নিরপেক্ষতা ক্ষুণ্ন বা প্রশ্নবিদ্ধ হয়। নতুন দলের প্রতি যদি সরকারের কোনো ধরনের সহায়তা, সমর্থন, আশীর্বাদ, পৃষ্ঠপোষকতা থাকে তাহলে জনগণ মেনে নেবে না।

এ সময় বিএনপি নেতা সিরাজুল ইসলাম মাসুম, ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের সহসভাপতি রফিকুল ইসলামসহ অনেকে উপস্থিত ছিলেন ।

এই নিউজটি আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও খবর