ঘন কুয়াশায় সিলেটের গোলাপগঞ্জে বিআরটিসি ও যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে ২০ যাত্রী আহত হয়েছেন। স্থানীয়রা তাদের উদ্ধার করে গোপালগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে।
শুক্রবার (৩১ জানুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে গোলাপগঞ্জ উপজেলার দাঁড়িপাতন নামক স্থানে এ ঘটনা ঘটে। গোলাপগঞ্জ মডেল থানার ওসি মো. মনিরুজ্জামান মোল্লা বিষয়টি Max tv bdকে নিশ্চিত করেছেন।
গোলাপগঞ্জ মডেল থানার ওসি মো. মনিরুজ্জামান মোল্লা বলেন, ঘন কুয়াশার কারণে সিলেটগামী একটি বিআরটিসি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। আহত হয়েছেন দুই বাসের ২০ যাত্রী। বাস দুটি আমাদের হেফাজতে রয়েছে।