রাজশাহী রেলস্টেশনে হামলা ও ভাঙচুরের ঘটনায় মামলা করেছে স্টেশন কর্তৃপক্ষ। এ ঘটনায় জড়িত হোতা সুমন আহম্মেদকে গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার (২৮ জানুয়ারি) রাতে চুয়াডাঙ্গায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
তিনি আরও বলেন, মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে রাজশাহী রেলস্টেশনের হামলা ও ভাঙচুরের সঙ্গে জড়িত হোতা সুমন আহম্মেদকে আরএমপি সাইবার ইউনিটের তথ্যের ভিত্তিতে চুয়াডাঙ্গা থেকে রাতে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাকে আমাদের কাছে হস্তান্তর করে। বুধবার (২৯ জানুয়ারি) দুপুরের মধ্যে তাকে আদালতে পাঠানো হবে।