কুমিল্লার দেবিদ্বার উপজেলায় চোর পালিয়ে যাওয়ার সময় ধরতে গিয়ে মো. মহিউদ্দিন ভূঁইয়া নামে এক পুলিশ কনস্টেবল মারা গেছেন।
মঙ্গলবার (২৮ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এ ঘটনা ঘটে।
দেবিদ্বার থানার ওসি শামস উদ্দিন মো. ইলিয়াস বিষয়টি নিশ্চিত করে বলেন, দেবিদ্বার উপজেলার বারুর এলাকায় রুবেল মিয়া নামের এক চোরকে স্থানীয় লোকজন আটকের পর মারধর করে। পরে রাত সাড়ে ৮টার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে। থানায় আনার পর অসুস্থতা বিবেচনায় পুলিশ সদস্যরা ওই চোরকে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মো. ইব্রাহিম বলেন, পুলিশ সদস্যকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। তিনি স্ট্রোক করে মারা গেছেন বলে ধারণা করা হচ্ছে। পুলিশ মরদেহ থানায় নিয়ে গেছে।