রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০৭:২১ পূর্বাহ্ন

চোর ধরতে গিয়ে পুলিশ সদস্যের মৃত্যু..

প্রতিবেদকের নাম
  • প্রকাশের সময়ঃ বুধবার, ২৯ জানুয়ারী, ২০২৫
  • ৩৫ বার পঠিত হয়েছে
নিহত মো. মহিউদ্দিন। ছবি : সংগৃহীত

কুমিল্লার দেবিদ্বার উপজেলায় চোর পালিয়ে যাওয়ার সময় ধরতে গিয়ে মো. মহিউদ্দিন ভূঁইয়া নামে এক পুলিশ কনস্টেবল মারা গেছেন।

মঙ্গলবার (২৮ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এ ঘটনা ঘটে।

নিহত মো. মহিউদ্দিন দেবিদ্বার থানায় পুলিশ কনস্টেবল পদে কর্মরত ছিলেন। তিনি মুরাদনগর উপজেলার গাইডুলি গ্রামের সাঈদুর রহমানের ছেলে।

দেবিদ্বার থানার ওসি শামস উদ্দিন মো. ইলিয়াস বিষয়টি নিশ্চিত করে বলেন, দেবিদ্বার উপজেলার বারুর এলাকায় রুবেল মিয়া নামের এক চোরকে স্থানীয় লোকজন আটকের পর মারধর করে। পরে রাত সাড়ে ৮টার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে। থানায় আনার পর অসুস্থতা বিবেচনায় পুলিশ সদস্যরা ওই চোরকে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

তিনি আরও বলেন, হাসপাতালের গেটে একটি অটোরিকশা থেকে তাকে নামানোর সময় চোর দৌড়ে পালিয়ে যায়। এ সময় তাকে আটক করতে পুলিশ সদস্য মহিউদ্দিনসহ অন্যরা পিছু নেয়। এক পর্যায়ে পুলিশ কনস্টেবল মহিউদ্দিন রাস্তায় পড়ে যান। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তিনি স্ট্রোক করে মারা গেছেন। বুধবার (২৯ জানুয়ারি) স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।

দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মো. ইব্রাহিম বলেন, পুলিশ সদস্যকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। তিনি স্ট্রোক করে মারা গেছেন বলে ধারণা করা হচ্ছে। পুলিশ মরদেহ থানায় নিয়ে গেছে।

এই নিউজটি আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও খবর