চট্টগ্রামে বায়েজিদ থেকে গ্রেপ্তার ছয় ডাকাত ট্রিপল মার্ডারের আসামি আলোচিত শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদের সহযোগী বলে দাবি পুলিশের। মঙ্গলবার (২৮ জানুয়ারি) দামপাড়া পুলিশ লাইন্সের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এ কথা জানায় নগর পুলিশ।
নগর পুলিশের উপকমিশনার (ক্রাইম) মো. রইছ উদ্দিন বলেন, সোমবার (২৭ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে নগরের বায়েজিদ বোস্তামি থানার কুলগাঁও খলিল শাহ মাজার সংলগ্ন একটি বাড়ির দোতলা থেকে ডাকাতি প্রস্তুতিকালে মো. আসিফ (২২), মো. হাসান (২০), মো. ফয়সাল (১৯), মো. আজিম উদ্দিন (২৩), মো. রিফাদ (১৯) এবং মো. জুয়েল (২০) নামে ছয়জনকে গ্রেপ্তার করা হয়।
অপরাধীদের ধরতে সম্প্রতি পুলিশের অভিযানের সফলতা তুলে ধরে এ পুলিশ কর্মকর্তা বলেন, গত ২৩ তারিখ থেকে প্রত্যেক থানা এলাকাতে বিশেষ অভিযান চালানো হচ্ছে। যেসব এলাকা অপরাধপ্রবণ সেগুলোকে আমরা আলাদাভাবে গুরুত্ব দিচ্ছি। চোর-ছিনতাইকারীদের ধরতে আমাদের পোশাকধারী পুলিশের পাশাপাশি সাদা পোশাকেও নজরদারি বৃদ্ধি করেছি। আমাদের বড় ধরনের সফলতা রয়েছে। গত ৫ দিনে মোট ১৩১ জন ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছি এবং বিভিন্ন জুয়ার আসরে অভিযান চালিয়ে ৯৩ জন জুয়াড়িকে গ্রেপ্তার করা হয়েছে। আমরা বেশ কিছু মাদক কারবারিকে গ্রেপ্তার এবং মাদক উদ্ধার করেছি।
নগর পুলিশের উপকমিশনার আরও বলেন, আইনের চোখে অপরাধী অপরাধীই। যেখানেই যে পরিচয়েই যে কেউ অপরাধ করুক আমরা তাকে আইনের আওতায় নিয়ে আসব।