বরিশালের কাশিপুর এলাকায় একটি দিঘি এবং পাশের পুকুর থেকে মানুষের শরীরের বিভিন্ন অংশ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (২৬ জানুয়ারি) বিকেল পৌনে ৪টা পর্যন্ত দিঘি ও পুকুর থেকে হাতের একটি অংশ ও পায়ের একটি অংশ উদ্ধার করা হয়েছে।
নগরীর এয়ারপোর্ট থানার ওসি জাকির হোসেন শিকদার বলেন, হাতেম মীরার দিঘির পাড়ে নীরব নামের একটি শিশু রোববার সকাল ১০টার দিকে মানুষের পায়ের কাটা অংশ দেখতে পায়। সে স্থানীয়দের জানালে বিষয়টি থানা পুলিশকে অবহিত করা হয়। পরে পুলিশ গিয়ে সেই পায়ের অংশ উদ্ধার করে।