সিলেট ও চট্টগ্রাম পর্বের পর বিপিএল ফিরে এসেছে মিরপুরে। আর মিরপুরে ফিরে এসেই প্রথম ম্যাচে নেমেই প্লে-অফ নিশ্চিত করেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল। চলতি আসরের ৩৩ তম ম্যাচে সিলেট স্ট্রাইকার্সকে ৮ উইকেটে পরাজিত করলো ফরচুন বারিশাল। আর এই জয়ে দ্বিতীয় দল হিসেবে প্লে-অফ নিশ্চিত করলো তামিম ইকবালের দল।
রোববার (২৬ জানুয়ারি) মিরপুরে প্রথমে বোলিংয়ে নেমে সিলেটের একের পর এক ব্যাটারদের ফিরিয়ে ফাহিম আশরাফ তুলে নেন ৫ উইকেট, যা বরিশালের জন্য ম্যাচটি সহজ করে তোলে। সিলেট স্ট্রাইকার্স প্রথমে ব্যাটিং করতে নেমে মাত্র ১১৬ রান সংগ্রহ করতে পারে, এবং এরপর ১১৭ রানের লক্ষ্যে খেলতে নেমে বরিশাল নির্ধারিত ১৬ ওভারে ২ উইকেট হারিয়ে ম্যাচটি জিতে নেয়।
বরিশালের ব্যাটিং ইনিংসে, তামিম ইকবাল ও মুশফিকুর রহিমের সঙ্গে অর্ধশতকের দারুণ পার্টনারশিপ গড়ে বরিশালকে জয়ের দিকে নিয়ে যান। সিলেটের বোলাররা কিছুটা চাপ তৈরি করলেও, তামিম ও মুশফিকের দৃঢ়তার কাছে তা তেমন কার্যকর হতে পারেনি।
এই দুর্দান্ত পারফরম্যান্সের জন্য ফাহিম আশরাফকে ‘প্লেয়ার অব দ্য ম্যাচ’ নির্বাচিত করা হয়।