গোপালগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের ওপর হামলার অভিযোগ উঠেছে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিরুদ্ধে। হামলায় আহত হয়েছেন এক সমন্বয়ক। এ সময় ভিডিও করতে গেলে সাংবাদিকদের ওপর হামলা চালায় ছাত্রলীগের নেতাকর্মীরা।
শনিবার (২৫ জানুয়ারি) দুপুর ২টার দিকে বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রলীগ নেতাকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করার সময় এ ঘটনা ঘটে। হামলায় আহত ওই সমন্বয়কের নাম ওমর শরীফ। তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বশেমুরবিপ্রবির সমন্বয়ক।
আহত সমন্বয়ক ওমর শরীফ বলেন, ছাত্রলীগ নেতা সোহাগকে আটক করে পুলিশের কাছে তুলে দেওয়ার সময় আমার ওপর হামলা করেছে তারা।
বশেমুরবিপ্রবির প্রক্টর আরিফুজ্জামান রাজিব Max tv bdকে বলেন, আমি বন্ধের দিন ছুটিতে বাড়িতে আছি। শিক্ষার্থীদের কাছ থেকে ফোনে ঘটনা শুনেছি। রাত ৮টার দিকে দুপক্ষকে ডাকা হয়েছে। বিশ্ববিদ্যালয়ে গিয়ে বিস্তারিত জানতে পারব।