মঙ্গলবার, ০৬ মে ২০২৫, ১১:৩০ অপরাহ্ন

একদিন আগেই চাদর-কম্বল নিয়ে হাজির আজহারির ভক্তরা..

প্রতিবেদকের নাম
  • প্রকাশের সময়ঃ শুক্রবার, ২৪ জানুয়ারী, ২০২৫
  • ৪১ বার পঠিত হয়েছে
কম্বল, চাদরসহ প্রয়োজনীয় সামগ্রীসহ মাঠে অবস্থান নিয়েছেন হাজারো মানুষ। ছবি : Max tv bd

জনপ্রিয় ইসলামি বক্তা ড. মিজানুর রহমান আজহারীর মাহফিল উপলক্ষে পটুয়াখালীর ঝাউতলা কেন্দ্রীয় শহীদ মিনার মাঠে শুরু হয়েছে মুসল্লি ও ভক্তদের ঢল।

শুক্রবার (২৪ জানুয়ারি) বিকেল থেকেই কম্বল, চাদরসহ প্রয়োজনীয় সামগ্রীসহ মাঠে অবস্থান নিয়েছেন হাজারো মানুষ। আগামীকাল শনিবার অনুষ্ঠিতব্য আজহারির মাহফিল ঘিরে পুরো জেলা শহর উৎসবমুখর হয়ে উঠেছে।

মাহফিল আয়োজক কমিটির সদস্যরা জানিয়েছেন, আগত মানুষের জন্য পর্যাপ্ত নিরাপত্তা ও সেবার ব্যবস্থা করা হয়েছে। জেলা প্রশাসন ও আয়োজকদের সমন্বয়ে মঞ্চ প্রস্তুতের কাজ ইতোমধ্যে শেষ হয়েছে। ট্রাফিক নিয়ন্ত্রণ এবং জননিরাপত্তা নিশ্চিত করতে স্থানীয় প্রশাসন বিশেষ পরিকল্পনা হাতে নিয়েছে।

সরেজমিনে দেখা গেছে, মাঠজুড়ে তৈরি করা হয়েছে অত্যাধুনিক সুবিধা। ৫০টি এলইডি মনিটর, লায়নার সাউন্ড সিস্টেম ও ৪০০টি মাইক স্থাপন করা হয়েছে। মুসল্লিদের জন্য নির্মাণ করা হয়েছে প্রায় দেড় হাজার অস্থায়ী টয়লেট এবং ১২শটি পানির ট্যাপ। মাঠ ও আশপাশে বসানো হয়েছে শতাধিক সিসিটিভি ক্যামেরা।

পটুয়াখালী ওয়েলফেয়ার ফাউন্ডেশনের চেয়ারম্যান আব্দুল্লাহ আল নাহিয়ান জানান, শহরে ইতোমধ্যেই প্রায় লক্ষাধিক মানুষ প্রবেশ করেছে। ধারণা করা হচ্ছে, শনিবার সকালের মধ্যেই আরও লাখো মানুষ এসে যোগ দেবেন। এর ভিত্তিতেই পুরো পরিকল্পনা সাজানো হয়েছে। জেলা প্রশাসনের সঙ্গে আয়োজকদের বৈঠকে জননিরাপত্তার বিষয়টি সর্বাধিক গুরুত্ব দেওয়া হয়েছে।

পটুয়াখালী জেলা পুলিশের সুপার মো. আনোয়ার জাহিদ Max tv bdকে জানান, জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ, র‌্যাব, আনসার ও সেনাবাহিনীর সদস্যরা মাঠে থাকবেন। পাশাপাশি আয়োজকদের প্রায় আড়াই হাজার স্বেচ্ছাসেবকও মাঠে দায়িত্ব পালন করবেন।

প্রসঙ্গত, ড. মিজানুর রহমান আজহারীর ইসলামি আলোচনা শুনতে দেশের বিভিন্ন অঞ্চল থেকে লাখো মানুষ এখানে আসেন। মাহফিলের প্রভাবে স্থানীয় ব্যবসা-বাণিজ্যও জমজমাট হয়ে উঠেছে।

এই নিউজটি আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও খবর