শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ০৪:২০ অপরাহ্ন

রাজশাহীকে ১৭০ রানে আটকালো রংপুর..

প্রতিবেদকের নাম
  • প্রকাশের সময়ঃ বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী, ২০২৫
  • ৩০ বার পঠিত হয়েছে
রংপুরের লক্ষ্য ১৭১

প্লে-অফে খেলতে হলে অবশ্যই জিততে হবে। এমন সমীকরণে রংপুর রাইডার্সের মুখোমুখি হয় দুর্বার রাজশাহী। ম্যাচে টস হেরে খেলতে নেমে দারুণ সংগ্রহও পায় তারা। ইনিংসের ১৬ ওভার শেষে তাদের  ৪ উইকেটে ১৫৩ রান। রানরেট ৯.৫৩।

তবে শেষ ৪ ওভারে রান হয়েছে মাত্র ১৭ রান তুলে পদ্মার পাড়ের দলটি। আর ওই চার ওভারে তারা উইকেট হারিয়েছে ৫টি। রানরেট ৪.২৫। অর্থাৎ উড়ন্ত শুরু করা রাজশাহীর রান তোলার লাগাম শেষ দিকে বেশ ভালোভাবেই টেনে ধরেছে রংপুর রাইডার্স।

শেষমেশ নির্ধারিত ২০ ওভারে রাজশাহী তুলতে পেরেছে ৯ উইকেটে ১৭০ রান। জিততে হলে রংপুর করতে হবে ১৭১ রান।

বৃহস্পতিবার (২৩ মার্চ) জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস হেরে ব্যাটিংয়ে নামে রাজশাহী। উদ্বোধনী জুটিতে ১৫ বলে ২৪ রান তোলেন মোহাম্মদ হারিস ও সাব্বির ইসলাম। ১২ বলে ১৯ রান করেন ওপেনার হারিস।

দ্বিতীয় উইকেটে ২৯ বলে ৫২ রানের জুটি করেন সাব্বির ও এনামুল হক বিজয়। ১৯ বলে ৩৯ রান করে ফেরেন সাব্বির। নতুন ব্যাটার রায়ান বার্ল প্রথম বলেই আউট হন।

চতুর্থ উইকেটে ৫০ বলে ৭৬ রানের জুটি করেন বিজয় ও ইয়াসির আলী রাব্বি। ৩২ বলে ৬০ রানের (২ চার ও ৬ ছক্কা) ঝোড়ো ইনিংস খেলে সাজঘরে ফেরত যান ইয়াসির। এক বল বিরতি দিয়েই আউট হন বিজয়ও।

এরপরই হুম মুড় করে ভেঙে পড়ে রাজশাহীর ব্যাটিং লাইনআপ। বাকিরা যোগ দেন আসা-যাওয়ার মিছিলে। করতে পারেননি রানও। অবশেষে রাজশাহী থামে ১৭০ রানে।

বল হাতে রংপুরের হয়ে ৩টি উইকেট শিকার করেন আকিভ জাভেদ ও খুশদিল শাহ।

এই নিউজটি আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও খবর