সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ০৫:৩৩ পূর্বাহ্ন

হত্যা মামলায় আ.লীগ নেতা হাবিব গ্রেপ্তার..

প্রতিবেদকের নাম
  • প্রকাশের সময়ঃ বুধবার, ২২ জানুয়ারী, ২০২৫
  • ২৭ বার পঠিত হয়েছে
আওয়ামী লীগ নেতা হাবিবুর রহমান হাবিব। ছবি : Max tv bd

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিবকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (২১ জানুয়ারি) রাতে জয়পুরহাট সদর থানার পুলিশ ও ঢাকার তেজগাঁও থানার পুলিশ যৌথ অভিযান চালিয়ে তেজগাঁওয়ের এক আত্মীয়ের বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

জয়পুরহাট সদর থানার ওসি শাহেদ আল মামুন Max tv bdকে বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একটি হত্যা মামলায় উপজেলা আওয়ামী লীগ নেতা ও পাঁচবিবি পৌরসভার সাবেক মেয়র হাবিবুর রহমান হাবিবকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে দুটি হত্যা মামলাসহ ৬টি মামলা রয়েছে। গত বছরের ৫ আগস্ট রাতে জয়পুরহাট শহরের সদর থানা এলাকার সড়কে গুলিতে নিহত হন জয়পুরহাট শহরের শেখ পাড়া মহল্লার অটোচালক মেহেদী হাসান (৩৩)। এ ঘটনায় নিহত মেহেদী হাসানের স্ত্রী জেমমিন আকতার সুইটি বাদী হয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ওবায়দুল কাদের, হাসান মাহমুদসহ ২১৭ জনের বিরুদ্ধে গত বছরের ২০ আগস্ট হত্যা মামলা করেন। এ মামলায় আসামি ছিলেন হাবিবুর রহমান হাবিব।

ওসি শাহেদ আল মামুন বলেন, তেজগাঁও শিল্প এলাকার তার এক আত্মীয়র বাসা থেকে মঙ্গলবার রাতে তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে জয়পুরহাট সদর থানায় ৬টি মামলা রয়েছে। তিনি দীর্ঘদিন পলাতক ছিলেন। তাকে ঢাকা থেকে জয়পুরহাট থানায় আনা হয়েছে। বুধবার (২২ জানুয়ারি) আইনিপ্রক্রিয়া শেষে আদালতের মাধ্যমে জয়পুরহাট কারাগারে পাঠানো হবে।

এই নিউজটি আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও খবর