ইতালির রোম থেকে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসা বিমান বাংলাদেশের একটি ফ্লাইটে বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে।
বুধবার (২২ জানুয়ারি) একটি অপরিচিত নম্বর থেকে বিমানবন্দরে ফোন করে এ হুমকি দেওয়া হয় বলে জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ।
প্লেনে কোনো বোমা আছে কি না তা জানতে প্লেনটিতে বোম ডিসপোজাল ইউনিটসহ আইশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পাঠানো হবে। তারা প্লেনটিকে নিরাপত্তাবেষ্টনীতে ঘিরে রেখেছে। পাশাপাশি পুরো বিমানবন্দরে নিরাপত্তা জোরদার করা হয়েছে।