ময়মনসিংহে বিদেশি পিস্তলসহ বুলবুল আহম্মেদ সজীব (৩০) নামে এক ছাত্রদল নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে ৫ রাউন্ড গুলি ও ১টি ম্যাগজিন জব্দ করা হয়। বুলবুল আহমেদ ময়মনসিংহ মহানগর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্বে রয়েছেন পুলিশের কাছে এমনটি দাবি করেছেন।
মঙ্গলবার (২১ জানুয়ারি) দুপুরে পুলিশ সুপার কার্যালয়ে সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার মোহাইমেনুর রশিদ বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে সোমবার (২০ জানুয়ারি) রাতে নগরীর বলাশপুর মরাখোলা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মোহাইমেনুর রশিদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে নগরীর বলাশপুর মরাখোলা এলাকায় সজীবকে অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাকে গাড়িতে উঠানোর সময় তার আত্মীয়সহ দুই শতাধিক সমর্থক লাঠিসোটা ও লোহার রড নিয়ে পুলিশের ওপর আক্রমণ করে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। হামলাকারীরা পুলিশের দুটি মাইক্রোবাস ভাঙচুর করে এবং এসআই রফিকুল ইসলাম আহত হন। পরে খবর পেয়ে গোয়েন্দা পুলিশ (ডিবি) ঘটনাস্থলে গিয়ে সজীবকে গ্রেপ্তার করে।
তিনি জানান, এ ঘটনায় কোতোয়ালি মডেল থানায় দুটি মামলা দায়ের হয়েছে। আসামিদের গ্রেপ্তার অভিযান চলমান আছে। সে সঙ্গে এ ঘটনায় আরও কেউ জড়িত আছে কিনা, তা খতিয়ে দেখা হবে।
সম্মেলনে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের (ওসি) মো. আবুল হোসেনসহ গোয়েন্দা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।
বুলবুল আহমেদ সজীবের রাজনৈতিক পরিচয় নিশ্চিত করেছেন ময়মনসিংহ মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক তানভির আহম্মেদ (রবিন)। তিনি বলেন, ‘বুলবুল আহমেদ আমাদের বর্তমান কমিটির যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্বে ছিলেন। অস্ত্রসহ গ্রেপ্তারের পর কেন্দ্রীয় কমিটি তাকে পদ থেকে বহিষ্কার করেছে। আজ দুপুরে এ সংক্রান্ত একটি চিঠি আমার কাছে পৌঁছেছে। ব্যক্তির অপরাধের দায় দল নেবে না।’ অস্ত্রসহ গ্রেপ্তারের পর কেন্দ্রীয় কমিটি বুলবুল আহম্মেদকে তার পদ থেকে বহিষ্কার করেছে।
তিনি বলেন, ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত বহিষ্কারাদেশে উল্লেখ করা হয়, জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে ময়মনসিংহ মহানগর শাখার যুগ্ম সাধারণ সম্পাদক বুলবুল আহমেদকে সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হলো। ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন আজ এই সিদ্ধান্ত অনুমোদন করেন এবং তার সঙ্গে কোনোরূপ সম্পর্ক না রাখার জন্য নির্দেশ প্রদান করেন।