সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ০৫:১৩ পূর্বাহ্ন

সিডিএর কর্মকাণ্ডে নাখোশ পরিবেশ উপদেষ্টা..

প্রতিবেদকের নাম
  • প্রকাশের সময়ঃ সোমবার, ২০ জানুয়ারী, ২০২৫
  • ৩২ বার পঠিত হয়েছে
চট্টগ্রাম সার্কিট হাউসে নগরীর জলাবদ্ধতা নিরসনকল্পে অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভায় উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। ছবি : Max tv bd

চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) কার্যক্রম নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন পরিবেশ ও জলবায়ু উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

রোববার (১৯ জানুয়ারি) বিকেলে চট্টগ্রাম সার্কিট হাউসে নগরীর জলাবদ্ধতা নিরসনকল্পে অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভায় উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বক্তব্য দিয়ে উঠে যাওয়ার সময় সিডিএ চেয়ারম্যান প্রকৌশলী নুরুল করিম বলেন, ৫ হাজার স্কয়ার মিটার পর্যন্ত পরিবেশ থেকে বলা হয়, পাহাড় কাটতে পরিবেশের ছাড়পত্র লাগে না।

এ কথার জবাবে উপদেষ্টা রিজওয়ানা হাসান বলেন, পুরোটাই ভুল তথ্য। আপনি পরিবেশের দিকে তাকাবেন না। দেশের আইন পাহাড় কাটা যাবে না। আপনি সিডিএ হিসেবে আপনি আটকাবেন। পরিবেশ তার কাজ করল না, ফেলে দিলাম পরিবেশকে। আপনি আপনার কাজ কতুটুক করেন সেটা আমাকে বলেন।

আকবরশাহতে সিডিএর পাহাড় কাটা নিয়ে প্রশ্ন তুলে তিনি আরও বলেন, সিডিএ যে আকবরশাহতে পুরো রাস্তাটা করল, ওই রাস্তাটা কে করল? সিডিএ করল। আপনি পরিবেশের দিকে আঙুল দেওয়ার আগে নিজের দিকে দেখবেন। আপনি কি করেন।

পাহাড়ের মালিকও পাহাড় কাটতে পারবে না জানিয়ে রিজওয়ানা হাসান বলেন, জমির মালিকদের আমরা বলছি, তোমার পাহাড় হলেও তুমি কাটতে পারবে না। পাহাড় কাটলে এখন অভিযানে গিয়ে শ্রমিকদের ধরে আনা হয়। ওনাদের ধরে লাভ কী? পাহাড় মালিকদের ধরে আনতে পারেন না? না পারার কি আছে। দু-একটা মালিককে গ্রেপ্তার করলে অটোমেটিক পাহাড় কাটা বন্ধ হয়ে যাবে।

এর আগে অন্তর্বর্তীকালীন সরকারের তিন উপদেষ্টাসহ বিভিন্ন সংস্থা ও রাজনৈতিক ব্যক্তিরা জলাবদ্ধতা নিরসনে পরামর্শ ও গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলাদা বৈঠক করেন।

এই নিউজটি আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও খবর