চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চৌকা ও কিরণগঞ্জ সীমান্ত দিয়ে অনুপ্রবেশ করে বাংলাদেশিদের আম গাছ কেটে ফেলে এবং ফসলি জমি বিনষ্ট করে ভারতীয়রা। এ সময় বিজিবি স্থানীয়দের সঙ্গে নিয়ে তাদের এ কার্যক্রমকে রুখে দেয়। এ ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনাকর পরিবেশের সৃষ্টি হয়।
শনিবার (১৮ জানুয়ারি) বিকেলে বিজিবি ও বিএসএফ এর পতাকা বৈঠকে এ ঘটনায় দুঃখ প্রকাশ করে বিএসএফ। বৈঠকের পর থেকে সীমান্ত এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। চলছে বিজিবির নিয়মিত টহল ও সতর্ক অবস্থান।
জানা গেছে, বিজিবি-বিএসএফের মধ্যে কমান্ডার পর্যায়ের পতাকা বৈঠকের পর বিরোধপূর্ণ এক হাজার ২০০ গজ কাঁটাতারের বেড়াবিহীন সীমান্তে বিজিবি সদস্যরা টহল দিচ্ছেন। একই সঙ্গে সীমান্তের ওপারেও বিএসএফ সদস্যও নিয়মিত টহল দিচ্ছেন।
বিনোদপুর ইউনিয়ন পরিষদের সদস্য (মেম্বার) মো. কামাল উদ্দীন বলেন, বাংলাদেশ সীমান্তের প্রান্তে ভারতীয়রা ঢুকে গাছ কাটাকে কেন্দ্র করে উত্তেজনাকর পরিবেশের সৃষ্টি হয়েছিল। পরে বিজিবি ও স্থানীয় সাধারণ জনগণ মিলে তাদের এ অপচেষ্টা রুখে দেয়। বিজিবি ও বিএসএফের পতাকা বৈঠকের পর সীমান্তের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া বলেন, বর্তমানে সীমান্তের পরিস্থিতি স্বাভাবিক। আমাদের দৈনন্দিন সীমান্তের টহল কার্যক্রম চলমান রয়েছে। সীমান্ত এলাকায় যেকোনো পরিস্থিতি মোকাবিলার জন্য বিজিবি প্রস্তুত রয়েছে।