রাজবাড়ী সদর উপজেলায় অভিযান চালিয়ে অস্ত্রসহ আরিয়ান হাফিজ নামে এক যুবককে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী।
শনিবার (১৮ জানুয়ারি) দুপুর দেড়টার দিকে উপজেলার সূর্য নগর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আরিয়ান হাফিজ (২৭) সদর উপজেলার দয়াল নগর গ্রামের মৃত হাবিবুর রহমানের ছেলে।
রাজবাড়ী সদর থানার ওসি মো. মাহমুদুর রহমান Max tv bdকে বিষয়টি নিশ্চিত করে বলেন, যৌথবাহিনী অভিযান চালিয়ে দুটি আগ্নেয়াস্ত্র, চার রাউন্ড বুলেট, একটি ম্যাগাজিন ও একটি মোবাইল ফোনসহ আরিয়ান হাফিজ নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আদালতে সোপর্দ করা হবে।