সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ০৩:০৬ অপরাহ্ন

‘ইসলাম ধর্ম নিয়ে যারা তাচ্ছিল্য করে তাদের বিরুদ্ধে আমাদের জিহাদ’

প্রতিবেদকের নাম
  • প্রকাশের সময়ঃ শনিবার, ১৮ জানুয়ারী, ২০২৫
  • ৩০ বার পঠিত হয়েছে
লালমনিরহাটে মাহফিলে বক্তব্য দেন ড. মিজানুর রহমান আজহারী। ছবি : Max tv bd

জনপ্রিয় ইসলামি বক্তা ও গবেষক ড. মিজানুর রহমান আজহারী বলেছেন, আমাদের ধর্ম নিয়ে যারা তুচ্ছ-তাচ্ছিল্য করে তাদের বিরুদ্ধে আমাদের জিহাদ। ইসলাম ব্রড মাইন্ডের। অমুসলিমরা মানবিক দিক থেকে আমাদের ভাই।

শনিবার (১৮ জানুয়ারি) দুপুরে ইসলামিক সোসাইটি লালমনিরহাটের আয়োজনে রেলওয়ে সোহরাওয়ার্দী মাঠে আয়োজিত মাহফিলে এসব কথা বলেন তিনি।

আজহারী বলেন, ইসলামে অমুসলিমদের জান মালের নিরাপত্তার বিধান আছে। যার যার ধর্ম সে সে পালন করে এই বিধান ইসলামে আছে। হাদিস-কোরআনের ব্যাখ্যা দিয়ে বলেন, যে সব মুসলমান অমুসলিমদের সম্পদ দখল করবে তারা জাহান্নামে যাবে। তাই অমুসলিমদের জান-মালের নিরাপত্তা দিতে হবে মুসলিম ভাইদের।

এদিকে মাহফিল উপলক্ষে শুক্রবার (১৭ জানুয়ারি) থেকে বিভিন্ন জেলার নারী-পুরুষ জমায়েত হতে শুরু করেন। সকাল থেকে লাখ লাখ জনতার সমাগমে লালমনিরহাট শহর ও তার আশপাশের এলাকা জনসমুদ্রে পরিণত হয়। জোহরের নামাজের পর শুরু হয় বয়ান।

মাহফিলে প্রধান অতিথি ছিলেন বিএনপি রংপর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক, জেলা বিএনপির সভাপতি ও সাবেক উপমন্ত্রী আসাদুল হাবিব দুলু। ব্যবসায়ী আব্দুল হাকিমের সভাপতিত্বে এবং জেলা জামায়াতের সেক্রেটারি ফিরোজ হায়দার লাবলুর সঞ্চালনায় মাহফিলে জেলা জামায়াতের আমির অ্যাড. আবু তাহের, মমিনুল হক, রোকন উদ্দিন বাবুলসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

এই নিউজটি আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও খবর