হবিগঞ্জের মাধবপুরে কালভার্ট বন্ধে লোহার নির্মিত গেটের পর বাঁশ দিয়ে সেই কালভার্টের গেট আবারও বন্ধের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী গ্রামবাসীদের অভিযোগের পরিপ্রেক্ষিতে উপজেলা ও পুলিশ প্রশাসন সরেজমিন এসে লোহার নির্মিত গেটটি খুলে দিয়ে জনগণের চলাচল স্বাভাবিক করেছিল। কিন্তু প্রশাসনের সিদ্ধান্তকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ৪ দিনের মাথায় আবারও বাঁশ দিয়ে বন্ধ করে দিয়েছে ওই কালভার্টের এক অংশ। এতে গ্রামের জনগণের চলাচলের পথ বন্ধ হয়ে গেছে।
অভিযুক্ত রিনা আক্তার উপজেলার আন্দিউরা গ্রামের মধ্যপাড়ার প্রবাসী আবু মিয়ার স্ত্রী।
ওই গ্রামের পঞ্চাশোর্ধ সাবেক মেম্বার আব্দুল কাইয়ূম, হাবিবুর রহমান, খাদেক মিয়াসহ শতাধিক গ্রামবাসীর সঙ্গে কথা বলে জানা গেছে, সরকারি অর্থায়নে নির্মিত কালভার্ট এভাবে বন্ধ রাখায় গ্রামবাসী এর সুফল থেকে বঞ্চিত হচ্ছে। প্রশাসন কালভার্টটি রিনা বেগম ও তার লোকদের কবল থেকে উদ্ধার না করলে সরকারি স্থাপনা দখল অভ্যাসে পরিণত হবে। নিজ নিজ বাড়ির পাশে জনস্বার্থে নির্মিত ব্রিজ, কালভার্ট দখলের মহোৎসব শুরু হবে।
অভিযুক্ত রিনা আক্তার Max tv bdকে জানান, আমার নিজস্ব অর্থায়নে কালভার্ট নির্মাণ করা হয়েছে। এলাকাবাসী লিখিত দিয়েছে তারা এটি ব্যবহারের কোনো দাবি তুলতে পারবে না। এখন কেউ কেউ আমার নামে অপপ্রচার করছে। এ নিয়ে আমি হবিগঞ্জে সংবাদ সম্মেলনও করেছি।
এ ব্যাপারে মাধবপুরের ইউএনও মো. জাহেদ বিন কাশেম Max tv bdকে জানান, আমরা একবার পথটি খুলে দিয়ে এসেছি। যদি আবারও একই কাজ করা হয় আমরা খোঁজখবর নিয়ে ব্যবস্থা নেব।
মাধবপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন Max tv bdকে জানান, বিষয়টি ইউএনও স্যারের এখতিয়ারাধীন। তবে আদালত থেকে কোনো নির্দেশনা আসলে আমরা ব্যবস্থা নিতে পারি।