শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ১১:০০ অপরাহ্ন

হামলা-লুটপাট ও অগ্নিসংযোগ করেছে আ.লীগ : গোবিন্দ চন্দ্র..

প্রতিবেদকের নাম
  • প্রকাশের সময়ঃ শুক্রবার, ১৭ জানুয়ারী, ২০২৫
  • ৩৭ বার পঠিত হয়েছে
হিন্দু মহাজোটের সভাপতি গোবিন্দ চন্দ্র। ছবি : সংগৃহীত

হিন্দু মহাজোটের সভাপতি গোবিন্দ চন্দ্র মন্তব্য করে বলেছেন, মানুষের ওপর হামলা, লুটপাট ও অগ্নিসংযোগসহ সব ধরনের নির্যাতন করেছে আওয়ামী লীগ। তারা কৌশলগতভাবে ইসলামী রাজনৈতিক দলগুলোর ওপর দায় চাপিয়েছে।

শুক্রবার (১৭ জানুয়ারি) বিকেলে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের পঞ্চম জাতীয় যুব কনভেনশনে তিনি এসব কথা বলেন।

কনভেনশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম।

ধর্মীয় নেতৃত্বে দেশ পরিচালিত হবে জানিয়ে হিন্দু মহাজোটের সভাপতি বলেন, মানুষের ওপর হামলা করেছে, লুটপাট করেছে, অগ্নিসংযোগ করেছে, সব করেছে আওয়ামী লীগ। তারা কৌশলগতভাবে দায় দিয়েছে ইসলামী আন্দোলনের ওপর। বৈষম্যবিরোধী আন্দোলনের মাধ্যমে আমরা একটি মুক্ত বাংলাদেশ পেয়েছি। আগামী দিনে ইসলামী আন্দোলনসহ বাংলাদেশের ধর্মীয় যেসব নেতা আছেন, তাদের নেতৃত্বে দেশ পরিচালিত হবে।

কৃতজ্ঞতা জানিয়ে গোবিন্দ চন্দ্র বলেন, বাংলাদেশে যেসব মাইনরিটি সমাজ আছে, তারা শান্তিপূর্ণভাবে নিরাপত্তা নিয়ে বসবাস করতে পারবে। চরমোনাই হুজুরের অতীত ইতিহাস থেকে দেখেছি এবং ৫ আগস্টের পর থেকে দেখেছি আপনারা মন্দির পাহারা দিয়েছেন। গ্রামগঞ্জে সবখানে হিন্দুপাড়ায় আপনারা পাহারা দিয়েছেন। সে জন্য সমগ্র হিন্দু সমাজ আপনাদের কাছে কৃতজ্ঞ।

এই নিউজটি আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও খবর