মঙ্গলবার, ০৬ মে ২০২৫, ০৮:৪০ অপরাহ্ন

পারিশ্রমিক সংকট কাটিয়ে অনুশীলনে ফিরল রাজশাহী..

প্রতিবেদকের নাম
  • প্রকাশের সময়ঃ বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী, ২০২৫
  • ৩২ বার পঠিত হয়েছে
অনুশীলনে রাজশাহী দল। ছবি : সংগৃহীত

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) এর দল দুর্বার রাজশাহী অবশেষে অনুশীলনে ফিরেছে বুধবারের (১৫ জানুয়ারি) নাটকীয়তা ও লজ্জাজনক পরিস্থিতি অতিক্রম করে। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) থেকে শুরু হওয়া চট্টগ্রাম পর্বের আগে নিজেদের কার্যক্রম স্থগিত রেখেছিল দলটি। বিপিএলের অর্ধেক পর্ব পার হলেও স্থানীয় ক্রিকেটাররা এখনো পারিশ্রমিকের একটি টাকাও বুঝে পাননি, যা নিয়ে দলে ছিল তীব্র ক্ষোভ।

গতকাল অনুশীলন বর্জনের মধ্য দিয়ে নিজেদের ক্ষোভ প্রকাশ করেন রাজশাহীর ক্রিকেটাররা। দলীয় সূত্রে জানা যায়, পারিশ্রমিক না পাওয়াই ছিল এই সিদ্ধান্তের প্রধান কারণ। এক ক্রিকেটার জানান, বিপিএলের মধ্যবর্তী সময়ে এসে এখনো কোনো অর্থ পাননি তারা। এমনকি ফ্র্যাঞ্চাইজির বিদেশি খেলোয়াড়রাও একই সমস্যায় রয়েছেন। তবে কোচদের ২৫ শতাংশ পারিশ্রমিক পরিশোধ করা হয়েছে।

দিনব্যাপী নাটকীয়তার পর সন্ধ্যায় ফ্র্যাঞ্চাইজির সঙ্গে বৈঠকে বসেন খেলোয়াড়রা। বৈঠকের পর রাজশাহী কর্তৃপক্ষ নিশ্চিত করে যে, ক্রিকেটারদের বাকি পারিশ্রমিক ১৬ জানুয়ারি বিকেলে পরিশোধ করা হবে। এই আশ্বাসের ভিত্তিতে আজ সকালে চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামে অনুশীলনে নামেন ক্রিকেটাররা। অধিনায়ক এনামুল হক বিজয়সহ দলের সকল খেলোয়াড় উপস্থিত ছিলেন।

তবে রাজশাহীর অপারেশন ইনচার্জ জায়েদ আহমেদের দাবি , ‘পারিশ্রমিকের কারণে নয়, বরং ক্রিকেটারদের চাওয়াতেই নির্ধারিত অনুশীলন বাতিল করে বিশ্রাম দেওয়া হয়েছিল। পারিশ্রমিক ইস্যুতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ এবং সময়মতো পেমেন্ট করা হবে।’

দীর্ঘদিন পর বিপিএলে ফেরা দুর্বার রাজশাহী এখনো সেভাবে ছাপ রাখতে পারেনি। ছয় ম্যাচের মধ্যে মাত্র দুই জয়ে পয়েন্ট তালিকার নিচের দিকে রয়েছে এনামুল হক বিজয় ও তাসকিন আহমেদরা। চট্টগ্রাম পর্বে চারটি ম্যাচ খেলতে হবে তাদের। আগামীকাল ১৭ জানুয়ারি সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে মাঠে নামবে রাজশাহী।

ফ্র্যাঞ্চাইজিটির বর্তমান অবস্থা এবং খেলোয়াড়দের সমস্যা বিপিএলের ভাবমূর্তি নিয়ে প্রশ্ন তুলছে। আশা করা হচ্ছে, ফ্র্যাঞ্চাইজি কর্তৃপক্ষ তাদের প্রতিশ্রুতি বাস্তবায়নে যথাযথ পদক্ষেপ নেবে।

এই নিউজটি আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও খবর