সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ১০:২৭ অপরাহ্ন

নেইমারকে দলে টানতে আগ্রহী এমএলএসের তিন ক্লাব..

প্রতিবেদকের নাম
  • প্রকাশের সময়ঃ বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী, ২০২৫
  • ৩৬ বার পঠিত হয়েছে
নেইমার জুনিয়র। ছবি : সংগৃহীত

বিশ্বখ্যাত ব্রাজিলিয়ান ফুটবল তারকা নেইমার বর্তমানে সৌদি প্রো লিগের ক্লাব আল হিলালে রয়েছেন। তবে ক্রীড়া বিষয়ক সংবাদমাধ্যম ইএসপিএনের খবর সৌদি ছেড়ে যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারে (এমএলএস) পাড়ি জমাতে পারেন নেইমার। তিনটি ক্লাবের সঙ্গে প্রাথমিক আলোচনাও নাকি এরইমধ্যে করছেন তবে আলোচনার কেন্দ্রে নেই তার বন্ধু ও সাবেক বার্সা সতীর্থ লিওনেল মেসির ইন্টার মায়ামি।

বিশ্বস্ত সূত্রের বরাতে ইএসপিএন জানিয়েছে, ইন্টার মিয়ামির নতুন কোচ হাভিয়ের মাশ্চেরানো স্পষ্ট জানিয়েছেন, এমএলএস-এর বর্তমান সীমাবদ্ধতার কারণে নেইমারকে দলে ভেড়ানো “অসম্ভব”। যদিও নেইমারের আগ্রহ এখনো তার প্রাক্তন বার্সেলোনা সতীর্থ লিওনেল মেসি ও লুইস সুয়ারেজের সঙ্গে দক্ষিণ ফ্লোরিডার ইন্টার মায়ামিতে খেলার দিকেই।

৩২ বছর বয়সী নেইমার ২০২৩ সালে প্যারিস সেন্ট-জার্মেই (পিএসজি) থেকে সৌদি আরবের আল হিলালে যোগ দেন ৯৭.৬ মিলিয়ন ডলারের বিনিময়ে। তবে আল হিলালের হয়ে তার সময়টা একেবারেই সুখকর ছিল না। জাতীয় দলের হয়ে খেলার সময় তিনি এসিএল ছিঁড়ে ফেলেন, যা তার ক্যারিয়ারে বড় ধাক্কা।

চোট থেকে ফিরে গত অক্টোবর মাসে মাঠে নামলেও পরবর্তীতে হ্যামস্ট্রিং ইনজুরির কারণে আবার ছিটকে যান তিনি। আল হিলালের হয়ে মাত্র সাতটি ম্যাচ খেলে একটিমাত্র গোল করতে পেরেছেন নেইমার। সেই গোলটি এএফসি চ্যাম্পিয়নস লিগে ইরানের নাসাজি মাজানদারানের বিপক্ষে।

নেইমারের বর্তমান চুক্তি ২০২৫ সালের জুন পর্যন্ত থাকায় তিনি এখন থেকে নতুন ক্লাবের সঙ্গে আলোচনার সুযোগ পাবেন। তবে এমএলএসে তার সম্ভাব্য স্থানান্তর নিয়ে বিশেষজ্ঞদের মধ্যে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। শিকাগো ফায়ার এফসি এই আলোচনার কেন্দ্রে থাকলেও ক্লাবটি এখনো কোনো মন্তব্য করেনি।

নেইমারের ফুটবল ক্যারিয়ারের সূচনা ২০০৯ সালে সান্তোসের হয়ে। ২০১১ সালে কোপা লিবার্তাদোরেসের শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি। এরপর ২০১৩ সালে বার্সেলোনায় যোগ দিয়ে লিওনেল মেসি ও লুইস সুয়ারেজের সঙ্গে গড়েন ভয়ংকর আক্রমণত্রয়ী। তাদের হাত ধরে ক্লাবটি জিতে নিয়েছে চ্যাম্পিয়নস লিগ, লা লিগা ও কোপা দেল রে।

পিএসজিতে যোগ দিয়ে পাঁচটি লিগ শিরোপা জিতলেও চোটপ্রবণতা ও ধারাবাহিকতার অভাবে তিনি সময়ের সেরা তারকা হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করতে পারেননি।

নেইমার ব্রাজিল জাতীয় দলের হয়ে ১২৮টি ম্যাচে ৭৯ গোল করেছেন। ২০১৬ সালের রিও অলিম্পিকে স্বর্ণপদক জিতে ইতিহাস গড়েন। তবে চোটের কারণে সাম্প্রতিক বছরগুলোতে জাতীয় দলের হয়ে তাকে নিয়মিত মাঠে দেখা যায়নি।

এমএলএসে নেইমারের আগমন শুধুমাত্র তার ক্যারিয়ারের নতুন দিগন্ত খুলবে না, বরং যুক্তরাষ্ট্রে ফুটবলের জনপ্রিয়তা আরও বাড়াবে বলে আশা করা হচ্ছে। এখন দেখার বিষয়, তিনি কোথায় নতুন চ্যালেঞ্জ নিতে আগ্রহী।

এই নিউজটি আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও খবর