শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ০২:৩৯ অপরাহ্ন

বিরলে ভদ্র বাজারের নৈশ্য প্রহরীকে হত্যা

প্রতিবেদকের নাম
  • প্রকাশের সময়ঃ রবিবার, ৩০ জুলাই, ২০২৩
  • ২৩৮ বার পঠিত হয়েছে

 


দিনাজপুরের বিরলের ভদ্র বাজারে জোনাকু চন্দ্র রায় (৬৫) নামে এক নৈশ্য প্রহরীকে জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

২৭ জুলাই বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার ১২নং রাজারামপুর ইউনিয়নের আজিমপুর গ্রামের ভদ্র বাজারে এ ঘটনা ঘটে।

নিহত জোনাকু চন্দ্র রায় বিরল উপজেলার পুর্ব রাজারামপুর গ্রামের মৃত বিশু রাম রায়ের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার দিবাগত রাতে ভদ্র বাজারে নৈশ্য প্রহরীর দায়িত্ব পালনকালে দুর্বৃত্তরা তাকে জবাই করে হত্যা করে পালিয়ে যায়। শুক্রবার সকালে বাজারের লোকজন এসে দেখে একটি দোকানের সামনে পড়ে আছে নৈশ্য প্রহরীর রক্তাক্ত মরদেহ।

জানা গেছে, এলাকাটি মাদকের অভয়ারণ্য হিসেবে পরিচিত। রাতে দায়িত্ব পালনকালে মাদক কারবারিদের প্রতিবাদ জানাতো এই নৈশ্য প্রহরী। এ কারণেই হয়তো মাদক কারবারিরা তাকে হত্যা করছে বলে ধারণা করছে স্থানীয়রা।

ঘটনাস্থল পরিদর্শন করে দিনাজপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জিন্নাহ আল মামুন জানান, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য এম. আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এই নিউজটি আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও খবর