সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১২:৫১ অপরাহ্ন

দিনাজপুর শিক্ষা বোর্ডে জিপিএ-৫ ও পাসের হারে এগিয়ে মেয়েরা

প্রতিবেদকের নাম
  • প্রকাশের সময়ঃ রবিবার, ৩০ জুলাই, ২০২৩
  • ২৭৭ বার পঠিত হয়েছে

রুবেল চিরিরব বন্দর দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুর শিক্ষা বোর্ডে এবারও জিপিএ-৫ ও পাসের হারে এগিয়ে মেয়েরা।
পাস করা পরীক্ষার্থীদের মধ্যে ছাত্রীর সংখ্যা ৭৮ হাজার ৯৬৯ জন। পাসের হার ৮০.২২ এবং ছাত্র পাসের সংখ্যা ৭৪ হাজার ৩৮০ জন। পাসের হার ৭৩.৬১। জিপিএ-৫ পাওয়ার ক্ষেত্রে ছাত্রীর সংখ্যা ৮ হাজার ৮৮২ এবং ছাত্র সংখ্যা ৮ হাজার ৫২৮ জন। বিগত তিন বছর ধরে এই শিক্ষা বোর্ডে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ ও পাসের হারে এগিয়ে থাকছে মেয়েরা।

দিনাজপুর শিক্ষা বোর্ডে এবার পাসের হার ৭৬.৮৭। যা গত ৬ বছরের মধ্যে সর্বনিম্ন। অন্যদিকে এবার জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা ১৭ হাজার ৪১০ জন, যা গত ৩ বছরের মধ্যে সর্বনিম্ন।

শুক্রবার (২৮ জুলাই ) সকাল ১১ ঘটিকায় শিক্ষা বোর্ড এর হলরুমে পরীক্ষার ফলাফল ঘোষণা করেন অত্র বোর্ডের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক হারুন অর রশিদ মণ্ডল ও সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক রেজাউল রহমান চৌধুরী।

দিনাজপুর শিক্ষা বোর্ড সূত্রে জানা যায়, এবার অত্র বোর্ডের অধিনে ২ হাজার ৭০৪ টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে ১ লাখ ৯৯ হাজার ৪৯১ জন পরীক্ষার্থী অংশ নেয়। তাদের মধ্যে পাস করেছে ১ লাখ ৫৩ হাজার ৩৪৯ জন। অন্যদিকে ২০২২ সালে পাসের হার ছিল ৮১. ১৬, ২০২১ সালে ৯৪.৮০, ২০২০ সালে ৮২.৭৩, ২০১৯ সালে ৮৪.১০, ২০১৮ সালে ৭৭.৬২ ও ২০১৭ সালে পাসের হার ছিল ৮৩.৯৮। এবার জিপিএ-৫ পেয়েছে ১৭ হাজার ৪১০ জন। ২০২২ সালে এর সংখ্যা ছিল ২৫ হাজার ৫৮৬ এবং ২০২১ সালে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা ছিল ১৭ হাজার ৫৭৮ জন।
ফলাফল বিশ্লেষণে এবার বিজ্ঞান বিভাগে ৮৯ হাজার ৮৪৮ পরীক্ষার্থী অংশ নিয়ে পাস করেছে ৮২ হাজার ৩১। পাসের হার ৯১.৩০, বিজ্ঞান বিভাগে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা ১৭ হাজার ১৭৮ জন। মানবিক বিভাগে ১ লাখ ৭ হাজার ১০৮ জন পরীক্ষার্থী অংশ নিয়ে পাস করেছে ৬৯ হাজার ৪১১ জন। পাসের হার ৬৪.৮০। মানবিক বিভাগে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা ১৯৬ জন। এ ছাড়া ও ব্যবসায় শিক্ষা বিভাগে ২ হাজার ৫৩৫ পরীক্ষার্থী অংশ নিয়ে পাস করেছে ১ হাজার ৯০৭ জন। পাসের হার ৭৫ দশমিক ২৩। ব্যবসায় শিক্ষা বিভাগে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা ৩৬ জন।

শিক্ষা বোর্ডের অধীনে রংপুর বিভাগের ৮টি জেলায় ১ লাখ ৯৯ হাজার ৪৯১ জন পরীক্ষার্থী অংশ নেয়। তাদের মধ্যে ৮১.২২ শতাংশ পরীক্ষার্থী পাস করায় প্রথম স্থানে আছে গাইবান্ধা জেলা। ৮১.০৫ শতাংশ শিক্ষার্থী পাস করায় দ্বিতীয় স্থানে আছে রংপুর জেলা। এ ছাড়া দিনাজপুর জেলায় পাসের হার ৭৮ .৭১, ঠাকুরগাঁওয়ে ৭৪.৯৬, পঞ্চগড়ে ৭৪.৯৫, কুড়িগ্রামে ৭৩.৪৯, লালমনিরহাটে ৭১.৮৭ এবং নীলফামারী জেলায় পাসের হার ৭১.৫৬।

অন্যদিকে ৪ হাজার ২৫৬ পরীক্ষার্থী জিপিএ-৫ পেয়ে প্রথম স্থানে রয়েছে দিনাজপুর জেলা। ৪ হাজার ৮০ জন জিপিএ-৫ পাওয়ায় দ্বিতীয় স্থানে রয়েছে রংপুর জেলা। গাইবান্ধা জেলায় জিপিএ-৫ পেয়েছেন ২ হাজার ৫৩১ জন, ঠাকুরগাঁওয়ে ১ হাজার ৭৯৭, নীলফামারীতে ১ হাজার ৬৭৪, কুড়িগ্রামে ১ হাজার ৫৭৭, পঞ্চগড়ে ৭৯৮ ও লালমনিরহাটে ৬৯৭ জন।

এই নিউজটি আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও খবর