পাকিস্তানে সিন্ধু নদের পাঞ্জাব অংশের অববাহিকা এলাকায় একটি বিশাল স্বর্ণের খনির সন্ধান পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, এই খনিতে অন্তত ২৮ লাখ ভরি (প্রায় ৩৩ টন) স্বর্ণ মজুত রয়েছে, যা বর্তমান বাজারে প্রায় ৮ হাজার কোটি পাকিস্তানি রুপি।
পাকিস্তানের ভূতাত্ত্বিক জরিপের প্রতিবেদন অনুযায়ী, সিন্ধু নদের তলদেশ থেকে প্রায় ৬০০ বিলিয়ন রুপি মূল্যের স্বর্ণ উত্তোলন সম্ভব।
বিশেষজ্ঞরা মনে করেন, হাজার হাজার বছর ধরে হিমালয় থেকে সিন্ধু নদের স্রোতের সঙ্গে ভেসে আসা সোনার কণা নদীর তলদেশে জমা হয়ে এই মজুত তৈরি করেছে।
স্থানীয়রা দীর্ঘদিন ধরে সিন্ধু নদ থেকে সোনা সংগ্রহ করলেও ২০২৪ সালে সরকার নদী থেকে সোনা উত্তোলনে নিষেধাজ্ঞা আরোপ করেছে।