রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০১:৩৩ পূর্বাহ্ন

ক্যানসার আক্রান্ত জিসানের চিকিৎসার দায়িত্ব নিলেন তারেক রহমান

প্রতিবেদকের নাম
  • প্রকাশের সময়ঃ শনিবার, ১১ জানুয়ারী, ২০২৫
  • ৩১ বার পঠিত হয়েছে
‘আমরা বিএনপি পরিবার’-এর পক্ষ থেকে চিকিৎসা সহায়তা প্রদান। ছবি : Max tv bd

চব্বিশের গণঅভ্যুত্থানে ছাত্র-জনতার গণআন্দোলন চলাকালে আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে নিহত শহীদ আব্দুল্লাহ বিন জাহিদের ছোটভাই জিসান ক্যানসারে আক্রান্ত। তার চিকিৎসার দায়িত্ব নিয়ে সব খরচ বহন করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমান।

শহীদ আব্দুল্লাহ বিন জাহিদের ছোটভাই জিসানের ক্যানসার চিকিৎসার জন্য শনিবার (১১ জানুয়ারি) রাজধানীর কুর্মিটোলা হাসপাতালে ‘আমরা বিএনপি পরিবার’-এর পক্ষ থেকে চিকিৎসা সহায়তা প্রদান করা হয়।

প্রসঙ্গত, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এই শিশুটির চিকিৎসার দায়িত্ব নিয়েছেন। এর আগে তাকে আরও ৪টি কেমোথেরাপির সম্পূর্ণ খরচ ‘আমরা বিএনপি পরিবার’-এর পক্ষ থেকে প্রদান করা হয়েছে। জিসানের শারীরিক অবস্থা এখন ভালোর দিকে।

ডাক্তার বলেছেন, সে সুস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ। রোববার (১২ জানুয়ারি) থেকে তার রেডিওথেরাপি শুরু হচ্ছে। এটা চলবে ৩৩ দিন। প্রতিটি রেডিও থেরাপির খরচ ৬ হাজার টাকা করে। শহীদ আব্দুল্লাহ বিন জাহিদের মাতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন।

আবদুল্লাহ বিন জাহিদ গত ৫ আগস্ট রাতে গুলিবিদ্ধ হয়ে মারা যান। বড় ছেলে মারা যাওয়ার ১৪ দিনের মাথায় তার মা জানতে পারেন তার ১৪ বছর বয়সী ছেলে মাহমুদুল্লাহ বিন জিসান কোলন ক্যানসারে (তৃতীয় পর্যায়) আক্রান্ত।

এই নিউজটি আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও খবর