চব্বিশের গণঅভ্যুত্থানে ছাত্র-জনতার গণআন্দোলন চলাকালে আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে নিহত শহীদ আব্দুল্লাহ বিন জাহিদের ছোটভাই জিসান ক্যানসারে আক্রান্ত। তার চিকিৎসার দায়িত্ব নিয়ে সব খরচ বহন করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমান।
শহীদ আব্দুল্লাহ বিন জাহিদের ছোটভাই জিসানের ক্যানসার চিকিৎসার জন্য শনিবার (১১ জানুয়ারি) রাজধানীর কুর্মিটোলা হাসপাতালে ‘আমরা বিএনপি পরিবার’-এর পক্ষ থেকে চিকিৎসা সহায়তা প্রদান করা হয়।
ডাক্তার বলেছেন, সে সুস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ। রোববার (১২ জানুয়ারি) থেকে তার রেডিওথেরাপি শুরু হচ্ছে। এটা চলবে ৩৩ দিন। প্রতিটি রেডিও থেরাপির খরচ ৬ হাজার টাকা করে। শহীদ আব্দুল্লাহ বিন জাহিদের মাতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন।