পটুয়াখালীর কুয়াকাটায় আলীপুর মৎস্য বন্দরে ১৯৫ মণ ইলিশ নিয়ে ঘাটে এসেছে একটি মাছ ধরার ট্রলার। মাছগুলো ডাকের মাধ্যমে ৪০ লাখ ১৪ হাজার টাকায় বিক্রি করা হয়।
শুক্রবার (১০ জানুয়ারি) দুপুরে আলীপুর মৎস্য বন্দরের মেসার্স ফাইভ স্টার নামের একটি আড়তে এ মাছগুলো নিয়ে আসা হয়। মাছগুলো মূলত গত মঙ্গল ও বুধবার কুয়াকাটা থেকে পূর্ব-দক্ষিণ দিকে ৯০ কিলোমিটার গভীর সমুদ্রে ধরা পড়ে।
ট্রলারের মাঝি একলাস গাজী বলেন, গত রোববার আলীপুর ঘাট থেকে ১৭ জেলে নিয়ে সমুদ্রে যাই। ফিশিং করতে করতে কক্সবাজার সংলগ্ন গভীর সমুদ্রে জাল ফেলে মাছগুলো পেয়েছি। বর্তমানে সমুদ্রে মাছ ধরা পড়েছে না। এর মধ্যেও মহান আল্লাহ মাছ দিয়েছেন।
এ বিষয়ে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, শীতকাল ইলিশের ভরা মৌসুম না হলেও মোটামুটি ইলিশের দেখা মেলে সব ট্রলারে। তবে একটি ট্রলারে এত পরিমাণ মাছ- এটা সত্যিই অবাক করার মতো।