শুক্রবার, ০২ মে ২০২৫, ০৯:৫১ পূর্বাহ্ন

এক আম ১৬০০ টাকায় বিক্রি..

প্রতিবেদকের নাম
  • প্রকাশের সময়ঃ শুক্রবার, ১০ জানুয়ারী, ২০২৫
  • ৩৫ বার পঠিত হয়েছে
মসজিদে দানকৃত আমের উন্মুক্ত নিলাম। ছবি : Max tv bd

মসজিদে দানকৃত একটি আম উন্মুক্ত নিলামের মাধ্যমে ১৬০০ টাকায় বিক্রি হয়েছে।

শুক্রবার (১০ জানুয়ারি) জুমার নামাজের আগে মসজিদের সব মুসল্লিদের নিয়ে কিশোরগঞ্জের ইটনা উপজেলার মৃগা ইউনিয়নের লাইমপাশা পশ্চিমপাড়া বায়তুল-আমান জামে মসজিদে দানকৃত একটি আম উন্মুক্ত ডাকাডাকির মাধ্যমে ১৬০০ টাকায় বিক্রি হয়েছে। আমটি কিনেছেন লাইমপাশা পশ্চিমগ্রাম জামে মসজিদের ইমাম হয়রত মাওলানা মাসুম বিল্লাহ।

ক্রেতা মাসুম বিল্লাহ বলেন, মসজিদে দানের জিনিসপত্রগুলো উন্মুক্ত ডাকাডাকির মাধ্যমে বিক্রি করা হয়। এইসব টাকা মসজিদের উন্নয়ন কাজে ব্যয় করা হয়। মসজিদের জিনিসপত্র কিনে নেওয়াতেও বরকত রয়েছে। বরকতের উসিলায় আমটা এত দামে কিনেছি।

মহল্লার মুসল্লি আক্তার হোসেন বলেন, মহল্লা থেকে মসজিদে দানকৃত সব কিছু জুমা নামাজের আগে ডাকাডাকির মাধ্যমে বিক্রি করা হয়। এতে মহল্লার সব মুসল্লিরা স্বেচ্ছায় অতিরিক্ত দামে কিনে নিয়ে যান। আমের পাশাপাশি আজকে এক হালি ডিম ২০০ টাকায় বিক্রি হয়েছে। এইসব টাকা মসজিদের উন্নয়ন কাজে ব্যয় করা হয়। জুমা নামাজে আসা মুসল্লিরা আনন্দ উল্লাসে এই ডাকাডাকিতে অংশগ্রহণ করেন।

জানা গেছে, প্রতি জুমায় এমন কিছু না কিছু দানের জিনিসপত্র ডাকাডাকির মাধ্যমে চড়া দামে বিক্রি করা হয়। গত শুক্রবার একটি লেবু ৪০০ টাকায় বিক্রি হয়েছে।

এই নিউজটি আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও খবর