মসজিদে দানকৃত একটি আম উন্মুক্ত নিলামের মাধ্যমে ১৬০০ টাকায় বিক্রি হয়েছে।
শুক্রবার (১০ জানুয়ারি) জুমার নামাজের আগে মসজিদের সব মুসল্লিদের নিয়ে কিশোরগঞ্জের ইটনা উপজেলার মৃগা ইউনিয়নের লাইমপাশা পশ্চিমপাড়া বায়তুল-আমান জামে মসজিদে দানকৃত একটি আম উন্মুক্ত ডাকাডাকির মাধ্যমে ১৬০০ টাকায় বিক্রি হয়েছে। আমটি কিনেছেন লাইমপাশা পশ্চিমগ্রাম জামে মসজিদের ইমাম হয়রত মাওলানা মাসুম বিল্লাহ।
মহল্লার মুসল্লি আক্তার হোসেন বলেন, মহল্লা থেকে মসজিদে দানকৃত সব কিছু জুমা নামাজের আগে ডাকাডাকির মাধ্যমে বিক্রি করা হয়। এতে মহল্লার সব মুসল্লিরা স্বেচ্ছায় অতিরিক্ত দামে কিনে নিয়ে যান। আমের পাশাপাশি আজকে এক হালি ডিম ২০০ টাকায় বিক্রি হয়েছে। এইসব টাকা মসজিদের উন্নয়ন কাজে ব্যয় করা হয়। জুমা নামাজে আসা মুসল্লিরা আনন্দ উল্লাসে এই ডাকাডাকিতে অংশগ্রহণ করেন।
জানা গেছে, প্রতি জুমায় এমন কিছু না কিছু দানের জিনিসপত্র ডাকাডাকির মাধ্যমে চড়া দামে বিক্রি করা হয়। গত শুক্রবার একটি লেবু ৪০০ টাকায় বিক্রি হয়েছে।