মোঃ মজিবর রহমান শেখ,
ঠাকুরগাঁও জেলায় মাদক বিক্রির দায়ে ১০৪পিস ইয়াবা মো: নুর আলম ওরফে ছোট বাউ (৩০) নামে এক মাদক ব্যবসায়িকে গ্রেফতার করে পুলিশ। ৫ মে শুক্রবার দিবাগত রাতে পৌর শহরের রোড রেল ষ্টেশনের পাশে থেকে তাকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় সদর থানার এ,এস,আই (নি:) হিরনময় চন্দ্র রায় বাদী হয়ে একটি মামলা দায়ের করেন।
মামলার বিবরণে জানা যায়, ঐ দিন রাত্রী কালিন ডিউটি (কিলো-১) করাকালে পুলিশ গোপনে সংবাদ পায় যে, রোড রেল ষ্টেশনের পাশে মাদক নির্মুল কমিটির অফিসের সামনে ইয়াবা বিক্রি হচ্ছে। এ সংবাদের প্রেক্ষিতে এ,এস,আই হিরনময় চন্দ্র রায় সঙ্গীয় ফোর্স সহ ঘটনাস্থলে উপস্থিত হয়ে ১০৪ পিস ইয়াবা সহ ঠাকুরগাঁও সদর উপজেলার হরিহরপুর হাজীপাড়া গ্রামের মো: আব্দুর রহিমের ছেলে মো: নুর আলম ওরফে ছোট বাউকে গ্রেফতার করে। এ সময় মামলার অপর আসামী পৌর শহরের ইসলামনগর খানকাহ শরিফ গ্রামের আব্দুর রশিদের ছেলে মো: আবু জাহিদ (৩২) পালিয়ে যায়। ৬ মে শনিবার নুর আলম ওরফে ছোট বাউকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরন করা হয়। উল্লেখ্য, গ্রেফতারকৃত মো: নুর আলম এর বিরুদ্ধে মাদক দ্রব্য আইনের অপরাধে বালিয়াডাঙ্গী থানায় ইতিপূর্বে গত বছরের ২১ জানুয়ারি তারিখে মামলা নং-১০ এবং একই বছরের ৩১ মে মামলা নং-২৬ রয়েছে। এর মধ্যে প্রথম মামলাটি বিজ্ঞ আদালতে বিচারাধিন রয়েছে।
মোঃ মজিবর রহমান শেখ
০১৭১৭৫৯০৪৪৪