সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ০১:০২ পূর্বাহ্ন

দেশে নিউমোনিয়া ও ডায়রিয়ার প্রকোপ শিশু হাসপাতালে ঠাঁই নেই

প্রতিবেদকের নাম
  • প্রকাশের সময়ঃ মঙ্গলবার, ৭ জানুয়ারী, ২০২৫
  • ৩১ বার পঠিত হয়েছে
শীত বাড়ায় ঠান্ডাজনিত রোগে বেশি আক্রান্ত হচ্ছে শিশুরা। সোমবার রাজধানীর শিশু হাসপাতালে ভর্তি এক অসুস্থ শিশুকে বুকে আগলে রেখেছেন মা। ছবি : maxtvbd

শীতজনিত রোগের প্রকোপ বেড়েছে অস্বাভাবিক হারে। এই রোগের প্রকোপ শিশুদের মধ্যে বেশি হলেও প্রাপ্তবয়স্কদের সংখ্যা নেহাত কম নয়। এর মধ্যে ডায়রিয়ায় আক্রান্তের সংখ্যাই বেশি। দেশের জেলা, উপজেলার প্রায় সব হাসপাতালের অবস্থা এখন প্রায় একইরকম।

স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন অ্যান্ড কন্ট্রোল রুমের তথ্যমতে, শীতে শ্বাসতন্ত্রের সংক্রমণে ঢাকা বিভাগে ১১ হাজার ৯৭৭ জন আক্রান্ত হয়েছেন। এর মধ্যে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে সাতজনের। এ ছাড়া ডায়রিয়ায় আক্রান্ত হয়েছেন ১৪ হাজার ১২১ জন। ময়মনসিংহ বিভাগে শ্বাসতন্ত্রের রোগে আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৯০০ জন। চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে ২৭ জনের। ডায়রিয়ায় আক্রান্ত হয়েছেন ৬ হাজার ৯ জন। চট্টগ্রাম বিভাগে এ রোগে আক্রান্তের সংখ্যা ৭ হাজার ৫৪১। চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় ১০ জনের। এ ছাড়া ৩৩ হাজার ১৮৩ জন ডায়রিয়ায় আক্রান্তের মধ্যে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে একজনের। রাজশাহী বিভাগে শ্বাসতন্ত্রের সংক্রমণে ২ হাজার ১০২ ও ডায়রিয়ায় ৯ হাজার ৭১৬ এবং রংপুর বিভাগে শ্বাসতন্ত্রের রোগে ৫ হাজার ২৩২ ও ডায়রিয়ায় ২০ হাজার ৬৪৬ জন আক্রান্ত হয়েছেন। এ ছাড়া খুলনা বিভাগে শ্বাসতন্ত্রের প্রদাহে ৭ হাজার ৫৪১ জন আক্রান্ত হয়েছেন, চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে পাঁচজনের। ডায়রিয়ায় আক্রান্ত ২০ হাজার ৭৭৩ জন। বরিশাল বিভাগে শ্বাসতন্ত্রের প্রদাহে আক্রান্ত ২ হাজার ২৪৮ জনের মধ্যে চিকিৎসাধীন অবস্থায় তিনজনের মৃত্যু হয়েছে। এ বিভাগে ডায়রিয়ায় আক্রান্ত ৮ হাজার ৩৮৮ জন। সিলেট বিভাগে শ্বাসতন্ত্রের প্রদাহে আক্রান্ত ৪ হাজার ৯৬১ জনের মধ্যে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় একজনের, ডায়রিয়ায় আক্রান্ত ৫ হাজার ৯০৪ জন। গত ১ নভেম্বর থেকে ৩ জানুয়ারি পর্যন্ত শ্বাসতন্ত্রের রোগে আক্রান্ত হয়েছেন ৪৪ হাজার ৫৯২ জন; চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে ৫৪ জনের। ডায়রিয়ায় মোট আক্রান্ত ১ লাখ ১৫ হাজার ৭৭৬ জন, চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু একজনের।

এই নিউজটি আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও খবর