ঝালকাঠির সদর উপজেলার সুদেব হালদার নামে এক মোবাইল ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (৬ জানুয়ারি) দিবাগত রাতে উপজেলার নবগ্রাম ইউনিয়নের রামপুর জোড়াপোল এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ব্যবসায়ী সুদেব হালদার (২৮) বেতরা গ্রামের সুব্রত হালদারের ছেলে। স্থানীয় বাউকাঠি বাজারের একটি মোবাইলের দোকান চালাতেন তিনি।
ঝালকাঠি সদর থানার ওসি মনিরুজ্জামান কালবেলাকে বিষয়টি নিশ্চিত করে বলেন, মাথায় কোপের আঘাত দেখে ধারণা করা হচ্ছে, এটি হত্যাকাণ্ড। সুরতহাল করার পর লাশ ময়নাতদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে।