বিভিন্ন অজুহাতে নির্বাচন বিলম্বিত করা বা নির্বাচন প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করা একধরনের ফ্যাসিবাদ। আর যারা এসব প্রক্রিয়ার সঙ্গে জড়িত বা সমর্থক, তারা ফ্যাসিবাদের দোসর বলে জানিয়েছেন যুক্তরাজ্য বিএনপির সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক পারভেজ মল্লিক।
সোমবার (৬ জানুয়ারি) জাতীয় প্রেস ক্লাবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রাক্তন জাতীয়তাবাদী ছাত্রদল ফোরাম আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে একথা বলেন তিনি।
কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলে যুগ্ম সাধারণ সম্পাদক গালিব ইমতেয়াজ নাহিদের সঞ্চালনায় সংবর্ধনা এবং পুনর্মিলনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন দৈনিক আমার দেশ পত্রিকার বার্তা সম্পাদক সৈয়দ আবদাল আহমদ, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি অধ্যাপক আব্দুল লতিফ মাসুম, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বাংলা বিভাগ চেয়ারম্যান অধ্যাপক শামীমা সুলতানা, সিনেট সদস্য সাবিনা ইয়াসমিন, ব্যারিস্টার শিহাব উদ্দিন খান, সাবেক জাকসু ভিপি আশরাফ হোসেন, জাবি ছাত্রদলের সাবেক সভাপতি আশরাফুল আলম খান জুয়েল, আসাদুর রহমান, ইলিম মো. নাজমুল হাসান, মনির হোসেন, জাবি ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আব্দর রহমান বাবুল, সাবেক সাংগঠনিক সম্পাদক শওকত আলী টুটুল, ছাত্রদলের কেন্দ্রীয় সহসভাপতি হাফিজুর রহমান সোহান, যুগ্ম সম্পাদক রাব্বি হাসান, জাবি ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রহিম সৈকত প্রমুখ।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদলের দুবারের নির্বাচিত সাবেক সভাপতি এবং যুক্তরাজ্য বিএনপির সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক পারভেজ মল্লিককে দেওয়া সম্বর্ধনা অনুষ্ঠানে যোগ দেন, ক্রিকেটার অ্যাসোসিয়েশন বাংলাদেশের সাধারণ সম্পাদক দেবব্রত পাল দেবু, সহসভাপতি জহিরুল ইসলাম জহির, সাহিত্য প্রকাশনা সম্পাদক ফিরোজ আহমেদ কনক, জাবি ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম রবি, সাবেক প্রচার সম্পাদক আলহাজ উদ্দিন, আনিসুর রহমান লিংকন, মুক্তা,হারুনুর রশীদ হারুন, তানজিল হাসান, মুক্তাদির নুর,ফখরুল ইসলাম, জসিম উদ্দিন, শরিফুল ইসলাম, মহিউদ্দিন শুভ, সাবেক যুগ্ম আহবায়ক হাবিবুর রহমান হাবিব, সাইদুর রহমান, আবু জাওয়াত তন্ময়, আতিকুর রহমান আতিক, সাবেক সাংগঠনিক সম্পাদক আল মামুন রাহাত, কেন্দ্রীয় ছাত্রদলের সহসাংগঠনিক সম্পাদক ইব্রাহিম খলিল, মাসুদুর রহমান, সাইফুল ইসলাম, আজমল হোসেন তমাল, বেনজির আহমেদ, মুজাহিদ হিরা, জহিরুল ইসলাম, নাজমুল, অমি, সোভন প্রমুখ।