সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার টাঙ্গুয়ার হাওরে ফাঁদ পেতে বুনোহাস, পরিযায়ী পাখি শিকার রোধে অভিযান হয়েছে। এ সময় পাখি শিকারের অভিযোগে দুজনকে আটক করা হয়। এ ছাড়া ইলেকট্রিক মেশিন দিয়ে মাছ শিকারের অভিযোগে আরও একজন আটক হয়েছেন।
শুক্রবার (৩ জানুয়ারি) রাত ২টা থেকে শনিবার (৪ জানুয়ারি) ভোর পর্যন্ত অভিযান পরিচালনা করে উপজেলার টাঙ্গুয়ার হাওরের রামসিংহপুর এলাকা থেকে আনসার সদস্যরা তাদের আটক করেন। বিষয়টি নিশ্চিত করেন উপজেলা আনসার ভিডিপি প্রশিক্ষিকা সুমাইয়া সুলতানা।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার আবুল হাসেম বলেন, পাখি শিকারি দুজনকে আটক করে তাদের বিরুদ্ধে থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। মৎস্য শিকারি একজনকে মৎস্য সংরক্ষণ আইন লঙ্ঘনের দায়ে মামলাভুক্ত করা হয়েছে।